Logo
Logo
×

খেলা

চোখ বন্ধ করে রেখেছে পিসিবি: বাসিত আলী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০২:৩৯ পিএম

চোখ বন্ধ করে রেখেছে পিসিবি: বাসিত আলী

ছবি: সংগৃহীত

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই বেশ ধুঁকতে হচ্ছে পাকিস্তানকে। কোচ, অধিনায়ক থেকে শুরু করে নির্বাচক প্যানেল এমনকি বোর্ডে পরিবর্তন আনলেও ফল পাচ্ছে না পাকিস্তান। এবার ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টে ইনিংস ব্যবধানে হারতে হয়েছে পাকিস্তানকে। হারের ম্যাচে বেশ কিছু বিব্রতকর রেকর্ডেও নাম লিখেছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে পিসিবির ওপর ক্ষোভ ঝেড়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী।

পাকিস্তান দলের কোচিং স্টাফদের দিকে আঙুল তুলেছেন বাসিত। কোচদের সমালোচনা করে তিনি বলেন, ‘এই বিদেশী কোচ, ম্যানেজমেন্ট আমাদের বোকা বানাচ্ছে। প্রকাশ্যেই পিঠ চাপড়ানো হচ্ছে। এই ব্যক্তি এটা করেছে, ওটা করেছে। কিন্তু এখানে যোগ্যতার ভিত্তিতে কেউ আসে না। তারা পক্ষপাতিত্ব করছে এবং সবচেয়ে ক্ষতিকর বিষয় হলো তারা মিথ্যা কথা ছড়াচ্ছে। এসব না করে নিজের কাজ করুন।’

ইংল্যান্ডের বিপক্ষে এই পরাজয়কে বিব্রতকর বলে অভিহিত করেছেন বাসিত। সেই সঙ্গে বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের চোখ বন্ধ করে রেখেছে। যাই ঘটুক না কেন তারা দেখবে না। কারণ চ্যাম্পিয়নস ট্রফি তো পাকিস্তানে হচ্ছেই। আমি বলব, আগে উন্নতি করুন এবং আপনার ক্রিকেটকে আরও ভালো করুন।’

পাকিস্তানের নাজুক অবস্থা অবশ্য অনেক দিন ধরেই। এ নিয়ে টানা ষষ্ঠ টেস্ট হেরেছে দলটি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও অবস্থা সূচনীয়। সবশেষ বিশ্বকাপে গ্রুপপর্ব পেরোতে পারেনি পাকিস্তান। এই অবস্থায় নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। টেস্টে শান মাসুদের নেতৃত্বও যায় যায় অবস্থা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম