মাহমুদউল্লাহর এক বলেই পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৪:০৫ পিএম
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি
গোয়ালিয়ারের পর দিল্লিতেও ভারতের বিপক্ষে নাস্তানাবুদ হতে হয়েছে বাংলাদেশকে। ৮৬ রানে হেরে সিরিজ খুইয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই ম্যাচের প্রথম দিকেও লড়াইয়ে ছিল বাংলাদেশ। এরপর হঠাৎই বদলে যায় দৃশ্যপট। বাংলাদেশি বোলারদের তুলোধোনা করে ২২১ রানের পাহাড়ে চেপে বসে ভারত। হঠাৎ কোন মন্ত্রে বদলে গেল ভারতীয় দল; ম্যাচ শেষে তা পরিষ্কার করেছেন রিংকু সিং।
ভারতের বিপক্ষে ৮.৩ ওভার পর্যন্ত ম্যাচেই ছিল বাংলাদেশ। তখন পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৬৬ রান। এরপর বোলার মাহমুদউল্লাহ একটি নো বল করলে ফ্রি হিট পান ব্যাটার নিতিশ কুমার রেড্ডি। আর ওই নো বল থেকে পাওয়া ফ্রি হিটে বিশাল ছক্কা হাঁকান রেড্ডি। মোমেন্টাম পেয়ে যায় ভারত। রিংকুর মতে, ওটায় ম্যাচের টার্নিং পয়েন্ট।
ম্যাচ শেষে রিংকু বলেন, ‘মাহমুদউল্লাহর নো বল ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। রেড্ডি ভাই (ফ্রি হিটে) ছক্কা মারে এবং আত্মবিশ্বাস পেয়ে যায়। এরপর সে চালিয়ে গেছে।’
ম্যাচে ৩৪ বলে ৭৪ রানের বিধ্বংসী একটা ইনিংস খেলেন নিতিশ। যেখানে ৭টি ছক্কা ও ৪টি চার মেরেছেন এই ব্যাটার। ব্যাট চালিয়েছেন ২১৭ স্ট্রাইক রেটে। অন্যদিকে রিংকু ২৯ বলে করেন ৫৩ রান। ম্যাচ ছিটকে যায় বাংলাদেশের কাছ থেকে। ভারতের এমন ভয়ডরহীন ব্যাটিংয়ের রহস্যের কথা জানিয়েছেন রেড্ডি।
ম্যাচসেরা হয়ে এই ব্যাটার বলেন, ‘সবকিছুর জন্য কৃতজ্ঞ। অধিনায়ক ও কোচকে কৃতিত্ব দেওয়া উচিত। তারা ভয়ডরহীন ক্রিকেটের লাইসেন্স দিয়েছেন।’