তাবিথ আউয়াল
আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন সামনে রেখে এখন চলছে মনোনয়নপত্র বিতরণ। মনোনয়ন বিতরণের দ্বিতীয় দিনে সভাপতি পদে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র কিনেছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল।
বৃহস্পতিবার তার পক্ষে মনোনয়নপত্র হাতে নেন নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। তিনি ছাড়া এই পদের জন্য এখনও কেউ মনোনয়নপত্র কেনেননি। তবে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছেন তরফদার রুহুল আমিন। আগামী শনিবার পর্যন্ত মনোনয়নপত্র কেনার সময় পাবেন তিনি।
মনোনয়ন পত্র বিতরণের সময় শেষ হলে তা দাখিল করা যাবে ১৪ ও ১৫ অক্টোবর। আর মনোনয়নপত্র যাচাই হবে ১৬ অক্টোবর। এরপর মনোনয়ন নিয়ে আপত্তি থাকলে সেটা নিষ্পত্তি হবে ১৭ অক্টোবর।
এরপর আপিল শুনানির তারিখ ১৮ অক্টোবর। আর মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ১৯ ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। ২০ অক্টোবর বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। সবশেষ ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
আসন্ন বাফুফে নির্বাচন সভাপতি পদের মনোনয়ন ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ। এরপর সিনিয়র সহসভাপতি পদে ৭৫ হাজার, সহসভাপতি পদে ৫০ ও সদস্য পদে ২৫ হাজার টাকা।