সাকিব আল হাসান
ভয়াবহ দুঃসময় পার করছেন সাকিব আল হাসান। একদিকে মাঠের ক্রিকেটে পারফর্ম করতে পারছেন না। অন্যদিকে রাজনৈতিক কারণে সমালোচিত হতে হচ্ছে তাকে। এই অবস্থায় দেশে ফিরে সাকিবের বিদায়ী টেস্ট খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। এসবের মধ্যে এবার স্বস্তির খবর পেলেন সাকিব। তাকে দলে টেনেছে আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্স।
আসন্ন মৌসুম সামনে রেখে আইকন ক্রিকেটার হিসেবে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজটি। বৃহস্পতিবার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে যা নিশ্চিত করেছে বাংলা টাইগার্স।
সাকিব অবশ্য এই লিগের সর্বশেষ আসরেও বাংলা টাইগার্সের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। যদিও পরে চোটের কারণে মাঠে নামা হয়নি তার। আসর শুরুর আগেই আঙুলের চোটে ছিটকে যান এই অলরাউন্ডার। তবে আসন্ন আসরে আবারও সাকিবের ওপর আস্থা রাখছে দলটি।
এদিকে সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অলরাউন্ডার। তবে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার কথা রয়েছে তার। যেখানে শেষ বারের মতো সাদা পোশাকে দেখা যাবে সাকিবকে।