Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টি ক্রিকেটের উন্নতিতে যে চাওয়া তাসকিনের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৯:৫২ এএম

টি-টোয়েন্টি ক্রিকেটের উন্নতিতে যে চাওয়া তাসকিনের

তাসকিন আহমেদ

ক্রিকেটে দর্শক টানতে ২০ ওভারের ফরম্যাটে বাড়তি নজর দিয়েছে আইসিসি। লক্ষ্য চার-ছক্কার ফুলঝুরিতে দর্শক মাতিয়ে রাখা। হচ্ছেও তাই। ১২০ বলের খেলায় ২০০+ স্কোর যেমন হচ্ছে, তেমনি সেই স্কোর তাড়া করে ম্যাচও জিতে চলেছে দলগুলো। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত তো ইদানীং টেস্ট ক্রিকেটও টি-টোয়েন্টির মতো করে ব্যাট চালাচ্ছে। আর বাংলাদেশ?

বাংলাদেশ আটকে আছে সেই ১৩০-১৫০ রানের ঘরে। ব্যাটিং দিয়ে নয়; ম্যাচ জেতার পরিকল্পনা করছে বোলিং দিয়ে। যেই দিন প্রতিপক্ষের ব্যাটারদের ১৪০-১৫০ রানে আটকে রাখতে পারছে বোলাররা; ওই দিন ম্যাচ জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে তাসকিনের চাওয়া ঘরোয়া পর্যায়ে ভালো উইকেট। যেন বড় স্কোর গড়তে ও তাড়া করতে সাহস না হারিয়ে ফেলে ব্যাটাররা।

সিরিজ খুইয়ে তাসকিন বললেন এটাই বাস্তবতা

ভারতের বিপক্ষে ৮৬ রানে হেরে সিরিজ খুইয়ে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা সম্পর্কে তাসকিন বলেন, ‘আমি দলের অংশ, অনেকদিন ধরে আমিও খেলছি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের আসলে খুব একটা উন্নতি হয়নি টি-টোয়েন্টিতে। এটা আমাদের ব্যর্থতা। কিন্তু চেষ্টার কোন কমতি নেই, হচ্ছে না। দেশে যেমনই হোক কিন্তু ভালো কন্ডিশনেও আমরা প্রায়ই ফেইল করছি, ভালো উইকেটগুলোতেও।’

টি-টোয়েন্টিতে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে কি করা উচিত; তা নিয়ে তাসকিন বলেন, ‘সব মিলিয়ে টি-টোয়েন্টিতে আমাদের উন্নতি কম। আসলে আশা আর চেষ্টা ছাড়া কিছুই করার নেই এই মুহূর্তে আমাদের হাতে। সবকিছুর সিদ্ধান্ত বোর্ড নেয়, আমরা খেলোয়াড়েরা শুধুমাত্র সর্বোচ্চটা দিয়ে চেষ্টাই করতে পারি। ব্যর্থ হলে প্রত্যেকবার উন্নতির চেষ্টাটাই শুধু হাতে আছে, আর কোন কিছু হাতে নেই।’

কীভাবে উন্নতি হতে পারে এমন প্রশ্নে তাসকিন বলেন, ‘কারণ যদি বলেন তাহলে আমাদের স্কিলে হয়ত আরও উন্নতি করতে হবে। একই সাথে দেশে আরও ভালো উইকেটে খেলতে পারলে আরও উন্নতি হবে। এগুলোই বিভিন্ন কারণ। আপনারাও অনেকদিন ধরে দেখছেন দুই-একটা কারণ পারলে বইলেন আমাদের চেষ্টা করবো উন্নতি করার।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম