Logo
Logo
×

খেলা

প্রথম টেস্টে নেই উইলিয়ামসন, নেতৃত্বে কে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পিএম

প্রথম টেস্টে নেই উইলিয়ামসন, নেতৃত্বে কে?

কেন উইলিয়ামসন

আগামী ১৬ অক্টোবর থেকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু নিউজিল্যান্ডের। প্রথম টেস্ট বেঙ্গালুরুতে। সেই ম্যাচে খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। কেনের পরিবর্তে টেস্ট দলে নেওয়া হয়েছে ব্রেসওয়েলকে। এ ছাড়া স্পিনার ঈশ সোধি প্রথম টেস্টে খেলতে পারবেন না। তবে পরের দুটি টেস্টে খেলবেন তিনি।

জানা গেছে, ভারত সফরে আসার আগেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। কুঁচকিতে চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না কেন। ছিটকে গেলেন স্কোয়াড থেকে। তার বদলি হিসাবে নেওয়া হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার মাইকেল ব্রেসওয়েলকে। বুধবার ভারত সফরের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

এর আগে টেস্ট দলের নেতৃত্ব থেকে ইস্তফা দিয়েছেন টিম সাউদি। তাই ভারত সিরিজে নিউজিল্যান্ড খেলবে নতুন অধিনায়কের অধীনে। নেতৃত্ব দেবেন টম লাথাম। নিউজিল্যান্ডের ওয়েবসাইটে লেখা হয়েছে— গলে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে উইলিয়ামসনের কুঁচকিতে হালকা অস্বস্তি দেখা গিয়েছিল। তাই ভারত সিরিজের আগে তাকে রিহ্যাবে পাঠানো হয়েছে।

নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েল জানিয়েছেন, বাড়তি বিশ্রাম দেওয়ার লক্ষ্যেই উইলিয়ামসনকে দলে নেওয়া হয়নি। তিনি বলেন, আমাদের বলা হয়েছিল— কেনকে বিশ্রাম দিলে সেটাই সবচেয়ে ভালো হবে। না হলে ওর চোট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আশা করি রিহ্যাব করে সুস্থ হয়ে ফিরতে পারবেন কেন। সফরের শেষের দিকে খেলতে পারবেন তিনি। তবে শুরু থেকে কেনকে না পাওয়ায় আমরা হতাশ। যদিও ওর ভূমিকা পালন করার সুযোগ রয়েছে অন্যদের কাছে।

এদিকে নিউজিল্যান্ড ভরসা রাখছে মার্ক চ্যাপম্যানের ওপরে। যদিও তিনি এখনো লাল বলের ক্রিকেটে দেশের হয়ে খেলেননি। তবে প্রথম শ্রেণিতে ৪৪ ম্যাচ খেলেছেন। স্যাম ওয়েলের দাবি— আমরা মনে করি স্পিন খেলার বিষয়ে চ্যাপম্যান দলের অন্যতম সেরা। উপমহাদেশে ভালো খেলার ইতিহাসও রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষতার সঙ্গে স্পিন খেলেছে। প্রথম শ্রেণিতেও ভালো রেকর্ড রয়েছে তার।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম