ভারতের বিপক্ষে যে মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন-শান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১০:১৭ এএম
নাজমুল শান্ত ও লিটন দাস
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে মাঠে নামবে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৭টায়। যেই ম্যাচে মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের দুই ব্যাটার লিটন দাস ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পথে আছেন লিটন দাস। মাইলফলক স্পর্শ করতে লিটনের চায় ৫৩ রান। অন্যদিকে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করা থেকে ৬৫ রান দূরে অধিনায়ক নাজমুল শান্ত।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৯০টি ম্যাচ খেলে ৮৮ ইনিংস ব্যাট করে লিটনের রান ১৯৪৭। যেখানে সর্বোচ্চ ইনিংস ৮৩ রানের। ২২.৯০ গড়ে তার স্ট্রাইক রেট ১২৪.৮৮। অন্যদিকে এই ফরম্যাটে অধিনায়ক শান্ত ৪৫ ইনিংসে করেছেন ৯৩৫ রান। যেখানে সর্বোচ্চ ইনিংস ৭১ রানের। ২৩.৩৭ গড় ও স্ট্রাইক রেট ১০৭.৭১।
ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে অবশ্য হাসেনি লিটনের ব্যাট। ২ বলে ৪ রান করেই সাজঘরের পথ ধরতে হয়েছে এই ব্যাটারকে। তবে দিল্লির উইকেট ব্যাটিং বান্ধব হওয়ায় লিটন দাসের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। কেননা, ওপেনিংয়ে নেমে লিটন রান পেলে যে বেড়ে যাবে বাংলাদেশের জয়ের সম্ভাবনা।
অন্যদিকে প্রথম ম্যাচে ২৫ বলে ২৭ রান করেছেন শান্ত। চাপের মুখে ব্যাট করায় খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। তবে এ ম্যাচে তার কাছ থেকেও দারুণ কিছু প্রত্যাশা করছে দল। ব্যাট হাতে নেতৃত্ব দিতে পারলে সহজ হতে পারে বাংলাদেশের জয়। তাছাড়া অধিনায়ক হিসেবেও সেই দায়িত্বটা নিতে হবে তাকেই। নয়তো যে সিরিজের শেষ ম্যাচটি পরিণত হতে পারে নিয়মরক্ষার ম্যাচে।