Logo
Logo
×

খেলা

৩ রানের ব্যবধানে ২ উইকেট হারাল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৮:১৩ পিএম

৩ রানের ব্যবধানে ২ উইকেট হারাল বাংলাদেশ

ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে বাংলাদেশ ক্রিকেট দল।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়েছে টাইগাররা। 

রোববার ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। 

প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লিটন কুমার দাস। আগের বলে বাউন্ডারি হাঁকিয়ে পরের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লিটন।

২.১ ওভারে দলীয় ১৪ রানে বোল্ড হয়ে ফেরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনি ৯ বলে এক ছক্কায় ৮ রানের বেশি করতে পারেননি। 

এরপর তাওহিদ হৃদয়-নাজুমল হোসেন শন্ত দলকে গর্ত থেকে টেনে তোলার চেষ্টা করেন। এই জুটিতে ২৬ রান করতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন তাওহিদ হৃদয়। তিনি আউট হন ১৮ বলে দুই চারে ১২ রান করে। 

এরপর ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি জাকের আলি অনিক। তিনি ফেরেন ৬ বলে ৮ রান করে। তার বিদায়ে ৯.২ ওভারে ৫৭ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

সিরিজের পরের দুই ম্যাচে আগামী ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে অনুষ্ঠিত হবে।

ভারত: অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব ও আরশদীপ সিং।

বাংলাদেশ: লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),  তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম