লিটন দাস/ফাইল ছবি
খেলা শুরু হতে না হতেই আসা-যাওয়ার মিছিল, ১৪ রানের মধ্যেই দুই ওপেনারকে হারাল বাংলাদেশ। আর্শদীপের বলে লিটন দাস ক্যাচ তুলে দিয়েছিলেন প্রথম ওভারেই। সেই আর্শদীপের পরের ওভারে স্টাম্প বাঁচাতে পারলেন না অন্য ওপেনার পারভেজ হোসেন ইমনও।
প্রথম ওভারের চতুর্থ বলে আর্শদীপকে চার হাঁকানোর পরের বলটিই শুন্যে তুলে দেন লিটন। উইকেটের পাশে দাঁড়িয়ে সে ক্যাচ তালুতে জমাতে কষ্ট হয়নি রিংকু সিংয়ের। তাতে ২ বলে ৪ রান করেই সাজঘরের পথ ধরতে হয় এই অভিজ্ঞ ক্রিকেটারকে।
অন্যদিকে আর্শদীপের পরের ওভারে উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে বল স্টাম্পে টেনে আনেন ইমন। ৯ বলে ১ ছক্কায় ৮ রান করতেই থামে তার ইনিংস।
এর আগে গোয়ালিয়রের সিনদিয়া স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান স্বাগতিক ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।