ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার/ফাইল ছবি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যে ‘বর্ণবাদী’ মন্তব্য করার অভিযোগ উঠেছে ভারতের সঞ্জয় মাঞ্জরেকারের বিরুদ্ধে। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালে ‘উত্তর ভারতের’ খেলোয়াড়দের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি।
জানা যায়, নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত যখন ৪ উইকেট হারিয়ে কিছুটা কোণঠাসা, তখন ক্যামেরায় ভারত নারী ক্রিকেট দলের প্রধান কোচ অমল মজুমদারকে দেখানো হয়। এ সময় ধারাভাষ্যে থাকা মাঞ্জরেকার বলেন, ‘অমল মজুমদারকে খুশিই মনে হচ্ছে। দলের জন্য এটা ভালো। তারা কোচকে দেখে (ইতিবাচক) প্রতিক্রিয়া দেখাতে পারবে। তার পাশে আছেন আবিষ্কার সালবি, সহকারী কোচ।’
এ সময় মাঞ্জরেকারের সহ-ধারাভাষ্যকার ক্যামেরার ফ্রেমে থাকা তৃতীয়জনকে ইঙ্গিত করে বলেন, ‘এবং তার ডান পাশে মানিশ বালি। সাবেক পাঞ্জাব ক্রিকেটার এবং এই মুহূর্তে দলের ফিল্ডিং কোচ।’ মাঞ্জরেকার তখন বলে বসেন, ‘দুঃখিত। আমি তাকে চিনি না। উত্তরের খেলোয়াড়দের দিকে আমি বেশি একটা মনোযোগ দিই না।’
এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে মাঞ্জরেকারকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে ধারাভাষ্য থেকে তার অপসারণের দাবি করছেন নেটিজেনরা।
মাঞ্জরেকারের বিরোধিতা করে ‘নাঈম’ নামের এক এক্স ব্যবহাকারী আইসিসি ও বিসিসিআইকে ট্যাগ করে লিখেছেন, ‘এমন বর্ণবাদী ব্যক্তি ধারাভাষ্য প্যানেলে থাকে কীভাবে?’ অভয় সিং নামের একজন মাঞ্জরেকারের মন্তব্য উল্লেখ করে লিখেছেন, ‘মুম্বাই লবিই আসল ব্যাপার’।
এইচ ডট নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘জাদেজাকে বলেছেন ছোট খেলোয়াড়, হার্দিক পান্ডিয়াকে বলেছেন সাদা বলের ক্রিকেটে ফালতু ক্রিকেটার, বিরাট কোহলির বিরুদ্ধে সবসময়ই এজেন্ডা নিয়ে কথা বলেন। আর এখন বলছেন উত্তর ভারতের ক্রিকেটারদের সম্পর্কে ধারণা নেই। সঞ্জয় মাঞ্জরেকারকে এখনই নিষিদ্ধ করা উচিত।’
তথ্যসূত্র: এনডিটিভি