Logo
Logo
×

খেলা

সাকিবের শূন্যতা পূরণে এক হয়ে লড়বে পুরো দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৩:১২ পিএম

সাকিবের শূন্যতা পূরণে এক হয়ে লড়বে পুরো দল

সাকিব আল হাসান

কানপুর টেস্টের আগে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। জানিয়েছেন, সবশেষ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটাই তার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ ছিল। কাজেই সাকিবকে ছাড়ায় আগামীকাল ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ দল।

টি-টোয়েন্টিতে সাকিবের শূন্যতা কতটা ভোগাবে বাংলাদেশকে। এমন প্রশ্নে তাওহিদ হৃদয় জানিয়েছেন পুরো দল মিলে সাকিবের শূন্যতা পূরণে চেষ্টা করবে তারা। প্রথম টি-টোয়েন্টির আগে গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলের মিডলঅর্ডার ব্যাটার হৃদয়।

সাকিবের না থাকা বাড়তি চাপ কিনা কিংবা সাকিবের শূন্যতা কিভাবে পূরণ করবে বাংলাদেশ; এমন প্রশ্নে হৃদয় বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’

সাকিব না থাকায় অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। যাকে নিয়ে সাকিবের শূন্যতা পূরণ করতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একদিন আগে তিনি জানান, ‘সাকিব ভাই যেহেতু এত দিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে, একাদশ সাজাতে একটু সমস্যা হবে। কারণ, সাকিব ভাই দুই দিক থেকে (ব্যাটিং–বোলিং) ভালো সমন্বয় এনে দিতেন। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি। আশা করব, মিরাজ যেন ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেয়।’

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম