Logo
Logo
×

খেলা

মাহমুদউল্লাহর অবসরের ইঙ্গিত দিলেন শান্ত?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ পিএম

মাহমুদউল্লাহর অবসরের ইঙ্গিত দিলেন শান্ত?

মাহমুদউল্লাহ ও নাজমুল শান্ত/ফাইল ছবি

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের আরেক কাণ্ডারি মাহমুদউল্লাহও অবসরের দিকে হাঁটছেন বলে জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার (৪ অক্টোবর) অনুশীলন-পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর অবসরের ব্যাপারে সরাসরি না বললেও সেদিকে ইঙ্গিত করেছেন বাংলাদেশ অধিনায়ক। শান্ত বলেছেন, ‘মাহমুদউল্লাহ দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলেছেন। তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন। হয়তো কিছু ম্যাচ তিনি শেষ করতে পারেননি। এটি দিয়ে তার সামর্থ্য যাচাই করা যায় না। আমি যতটুকু বুঝতে পারি, এই সিরিজটা রিয়াদ ভাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। হয়তো তিনি নির্বাচকদের সঙ্গে কথাও বলেছেন। তবে এখনই আমি সবকিছু পরিষ্কার করছি না। আমি বিশ্বাস করি, বোর্ড নির্বাচকদের সঙ্গে এটি নিয়ে একটা যোগাযোগ হবে।’ 

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন মাহমুদউল্লাহ। বিশেষ করে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তার ৯ বলে ৬ রানের অতি-রক্ষণাত্মক ব্যাটিং নিয়ে তাকে অনেকেই কাঠগড়ায় তুলেছিলেন। বিশ্বকাপের পর মাহমুদউল্লাহকে আর টি-টোয়েন্টি দলে দেখা যাবে কিনা সেটা নিয়েও শঙ্কা ছিল।

তবে চমক হিসেবে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ হয়েছে মাহমুদউল্লাহর। কেন রক্ষণাত্মক ব্যাটিংয়ের কারণে সমালোচিত মাহমুদউল্লাহর স্কোয়াডে জায়গা হলো, কেনই বা শামীম পাটোয়ারিকে দলে নেওয়া হলো না? 

এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘কার সঙ্গে কার তুলনা করছেন ভাই। জিনিসটা হলো বাংলাদেশ দলে তিনি (মাহমুদউল্লাহ) অনেক দিন ধরে খেলছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি। বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে তাঁর অনেক অবদান আছে। শামীম খুবই তরুণ। ভালো করছে। কিন্তু এখানে আমি একদমই তুলনায় যেতে চাই না। শামীম যখনই সুযোগ পাবে, তখনই ভালো সার্ভিস দিতে পারবে। এখন যদি আমাকে বলেন রিয়াদ ভাই প্রস্তুতি ম্যাচে রান করে নাই, এটার আমার কাছে কোনো বিষয় না।’

প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম