Logo
Logo
×

খেলা

রিজওয়ান অধিনায়ক হলে ডেপুটি কে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৩:৪৩ পিএম

রিজওয়ান অধিনায়ক হলে ডেপুটি কে?

রিজওয়ান

বাবর আজম পাকিস্তানের সাদা বলের অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই এখন আলোচনায় কে হচ্ছেন নতুন অধিনায়ক। সেই আলোচনায় আছে বেশ কিছু নাম। তবে একটা বড় অংশের মতে, বাবর আজমের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ রিজওয়ানের কাঁধেই উঠতে যাচ্ছে পাকিস্তান দলের দায়িত্ব। কিন্তু রিজওয়ান অধিনায়ক হলে সহ-অধিনায়ক হবেন কে?

পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আলাদা অধিনায়ক নিয়োগ দেওয়ার কথা ভাবছে বোর্ড। তবে সেটি না হলে রিজওয়ানকে অধিনায়ক করে সহ-অধিনায়ক হিসেবে একজন শক্তিশালী নাম ঘোষণা করতে চায় পিসিবি। যিনি রিজওয়ানের কাজের চাপ সামাল দিতে সাহায্য করবেন। প্রয়োজনে দলের নেতৃত্ব দেবেন।

সম্ভাব্য সহ-অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে শাদাব খান, সাইম আইয়ুব, শান মাসুদ এবং শাহিন আফ্রিদিকে।

সূত্রের তথ্য মতে, ‘সহ-অধিনায়ক রিজওয়ানের ডেপুটি হিসেবে দলকে নেতৃত্ব দেবেন। শাদাব খান, সাইম আইয়ুব, শান মাসুদ এবং শাহিনরা রিজওয়ানের ডেপুটি বা টি-টোয়েন্টি বা ওডিআই দলের নেতৃত্ব দেওয়ার জন্য বিবেচনাধীন প্রার্থী।’

রিজওয়ানকে অধিনায়ক হিসেবে ভাবার কারণ, বাবরের পর তিনিই একমাত্র ক্রিকেটার যিনি তিন ফরম্যাটেই পাকিস্তানের হয়ে নিয়মিত খেলেন। পিসিবি সূত্র বলছে, ‘মোহাম্মদ রিজওয়ান সাদা বলের অধিনায়কত্বের জন্য সুস্পষ্ট পছন্দ। কারণ, বাবরের পর তিনিই একমাত্র খেলোয়াড় যিনি খেলার সমস্ত ফরম্যাটে স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হন। কিন্তু বিষয়গুলো এত সহজ নয় কারণ, দলের ব্যস্ত আন্তর্জাতিক ক্যালেন্ডারের কারণে রিজওয়ানের ওপর কাজের চাপ বাড়বে। যা জেসন গিলেস্পি, গিরি কারস্টেন, পিসিবি এবং নির্বাচকদের জন্য একটি উদ্বেগজনক কারণ হতে পারে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম