Logo
Logo
×

খেলা

উসমানের অবসর নিয়ে পিসিবির ওপর ক্ষোভ স্ত্রীর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৩:০৫ পিএম

উসমানের অবসর নিয়ে পিসিবির ওপর ক্ষোভ স্ত্রীর

উসমান কাদির ও তার স্ত্রী

মাত্র ৩১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন উসমান কাদির। পাকিস্তানের সাবেক কিংবদন্তি আবদুল কাদিরের ছেলে হিসেবে ক্রিকেটে এসে মোটে ২৫টি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলেছেন উসমান। ক্যারিয়ারটা লম্বা করতে পারেননি এই লেগস্পিনার।

উসমান কাদিরের অবসরে পিসিবির দায় দেখেন তার স্ত্রী সোবিয়া উসমান। পিসিবির ওপর স্বজনপ্রীতির অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন সোবিয়া।

উসমানের অবসরের দিনটিকে ‘অন্ধকার দিন’ হিসেবে উল্লেখ করে এক্সে সোবিয়া লিখেছেন, ‘একজন পাকিস্তানি হিসাবে আমার কাছে দিনটিকে একটি অন্ধকার দিনের মতো মনে হচ্ছে। স্বজনপ্রীতি এবং পক্ষপাতিত্ব প্রতিটি ক্ষেত্রে বিরাজমান। আমাদের সত্যিকারের সাফল্য থেকে আটকে রাখে। আমরা এগিয়ে যেতে পারব না যতক্ষণ না আমরা তাদের সমর্থন করি যারা সত্যিকারের প্রাপ্য। আসুন যোগ্যতা এবং প্রকৃত অগ্রগতির জন্য সংগ্রাম করি!’

উসমান কাদিরের হঠাৎ অবসর নিয়ে জানা যায়, গত কিছুদিন ধরেই পিসিবির কাছে প্রয়োজনীয় অনাপত্তি পত্র (এনওসি) চেয়ে আসছিলেন উসমান। তবে তাকে এনওসি দিচ্ছিল না বোর্ড। যা শেষ পর্যন্ত তাকে অবসর নিতে বাধ্য করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম