Logo
Logo
×

খেলা

বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হয়ে যা শিখেছেন গিলেস্পি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০১:২৩ পিএম

বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হয়ে যা শিখেছেন গিলেস্পি

জেসন গিলেস্পি

পাকিস্তান ক্রিকেটে অস্ট্রেলিয়ান কিংবদন্তি জেসন গিলেস্পির পথ চলাটা শুভ হলো না। নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ধবলধোলাই হতে হয়েছে তাকে। সিরিজ হারতে হয়েছে ২-০ ব্যবধানে। এমন হারের পর আসন্ন ইংল্যান্ড সিরিজে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান দল। আর সেই পথে গিলেস্পি পা বাড়াতে চান বাংলাদেশ সিরিজে পাওয়া শিক্ষা নিয়েই।

সোমবার মুলতান টেস্টের আগে বাংলাদেশ সিরিজ থেকে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন গিলেস্পি। পাকিস্তানের এই টেস্ট কোচ বলেন, ‘বাংলাদেশ সিরিজ থেকে আমি যা শিখেছি তা হলো- আমাদের কিছু অসাধারণ খেলোয়াড় আছে কিন্তু আমাদের আরও ধারাবাহিক হতে হবে। আমাদের দক্ষতা আছে কিন্তু আমাদের তাদের সূক্ষ্ম টিউনিংয়ে রাখতে হবে।’

ক্রিকেটারদের ফিটনেস ইস্যুতেই নিজের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন গিলেস্পি। বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এমন খেলোয়াড় রাখার সামর্থ্য আমাদের নেই যারা খেলার কঠোরতা নিয়ে আলোচনা করার মতো ফিট বা যথেষ্ট শক্তিশালী নয়। ফিটনেস নিয়েও প্রচুর আলোচনা হয়েছে। আমরা নিশ্চিত করছি এটি আমাদের এগিয়ে যাওয়ার জন্য একটি মূল উপাদান।’

সাদা বলের অধিনায়ক বাবর আজমের পদত্যাগের পর দাবি উঠেছে ব্যর্থ হওয়া টেস্ট অধিনায়ক শান্ত মাসুদের নেতৃত্বে নিয়েও। তবে মাসুদের ওপর আস্থা রাখতে চান গিলেস্পি। তিনি বলেন, ‘টেস্ট দল কীভাবে খেলবে সে সম্পর্কে শান একটি খুব স্পষ্ট পরিকল্পনা পেয়েছে।

এমন কিছু জিনিস আছে যা লোকেরা দেখতে পায় না এবং আমি খেলোয়াড়দের সাথে তার যোগাযোগ দেখে সত্যিই মুগ্ধ হয়েছি।’

ইংল্যান্ড সিরিজ নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে গিলেস্পি বলেন, ‘আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো ম্যাচ খেলছি। তবে এটি একটি চ্যালেঞ্জিং সিরিজ হতে চলেছে। আমরা সম্ভবত আন্ডারডগ কিন্তু আমরা কী করতে পারি তা দেখানোর জন্য অপেক্ষায় আছি আমি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম