Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগেই দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১১:১১ এএম

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগেই দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আর সেই দল ঘোষণার পরপরই দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। দলের অন্যতম তারকা নিকোলাস গনসালেস চোটে পড়েছেন। ফলে বাছাইপর্বের ম্যাচ দুটিতে তাকে পাচ্ছে না কোচ লিওনেল স্কালোনি।

বুধবার ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে ২৭ সদস্যের দল ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এর পরপরই চোট পান জুভেন্টাসের ফরোয়ার্ড গনসালেস।

ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা

চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের বিপক্ষে জুভেন্টাসের ৩-২ গোলের জয়ের ম্যাচের ১০ মিনিটের মধ্যে পায়ে অস্বস্তি বোধ করেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পরই তাকে তুলে নেন কোচ। পরদিন ক্লাবের দেওয়া বিবৃতিতে তার ডান পায়ের ঊরুতে চোটের বিষয়টি নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবটি।

ধারণা করা হচ্ছে, গনসালেসের পুরোপুরি সেরে উঠতে এক মাসের মতো সময় লাগবে। যার কারণে আসন্ন দুই ম্যাচে তার খেলা হচ্ছে না; তা এক রকম নিশ্চিত।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে নিকোলাসের বদলি খেলোয়াড়ের নাম জানাবেন আর্জেন্টিনার বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী কোচ স্কালোনি। এরপর আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে নামবে আর্জেন্টিনা। ১৫ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা ছয়ে, ৯ পয়েন্ট নিয়ে বলিভিয়া আটে আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম