Logo
Logo
×

খেলা

পদত্যাগ করে ডি ভিলিয়ার্সের অভিনন্দন পেলেন বাবর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০১:২৯ পিএম

পদত্যাগ করে ডি ভিলিয়ার্সের অভিনন্দন পেলেন বাবর

বাবর ও ডি ভিলিয়ার্স

দ্বিতীয় দফায় সাদা বলের অধিনায়ক হয়ে ৬ মাসও টিকতে পারলেন না বাবর আজম। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন পাকিস্তানের অধিনায়ক। অবশ্য পদত্যাগ করলেও অভিনন্দন বার্তা পেয়েছেন বাবর। তারকা এই ব্যাটারকে তার সিদ্ধান্তের জন্য অভিনন্দন বার্তা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স।

মূলত, ব্যাটিংয়ে মনোযোগী হতে নেতৃত্বের চাপ থেকে মুক্তি নিয়েছেন বাবর। যাকে সঠিক সিদ্ধান্ত হিসেবেই মনে করেছেন ডি ভিলিয়ার্স। যেকারণে বাবরকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এক্সে বাবরকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘অভিনন্দন। আপনি দুর্দান্ত। এখন আপনার দলের জন্য প্রচুর রান করুন।’

বাবরও এই রানের ক্ষুধার কারণেই নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। নেতৃত্ব ছাড়া নিয়ে তিনি লিখেছেন, ‘প্রিয় ভক্তরা, আমি পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই দলকে নেতৃত্ব দেওয়া সম্মানের বিষয়। তবে আমার কাছে মনে হয়েছে পদত্যাগ করে নিজের খেলায় মনোযোগী হওয়ার সময় এসেছে।’

বাবর নেতৃত্ব ছাড়ার পর থেকেই এখন আলোচনা; কে হচ্ছে নতুন অধিনায়ক? যদিও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পিসিবি। তবে এ তালিকায় সবার ওপরে আছে মোহাম্মদ রিজওয়ানের নাম। ধারণা করা হচ্ছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে তিনিই হতে যাচ্ছেন পাকিস্তানের সাদা বলের অধিনায়ক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম