Logo
Logo
×

খেলা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

সিরিজ হারে আরও পেছাল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১১:০০ পিএম

সিরিজ হারে আরও পেছাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজটি ছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই এই সিরিজে ভরাডুবির ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে অবনতি হয়েছে বাংলাদেশের।

দুই টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর এখন টেবিলের সাত নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল। অথচ পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর চতুর্থ স্থানে উঠে গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

কিন্তু ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে হারের পরই ছয়ে নেমে যায় বাংলাদেশ। আর কানপুর টেস্টে হারের পর আরও এক ধাপ পিছিয়ে সাতে নেমে যেতে হলো।

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আট ম্যাচের মধ্যে তিনটি জিতে বাংলাদেশের পয়েন্টের শতাংশ ৩৪.৩৮। এদিকে বাংলাদেশকে সিরিজ হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল ভারত। তাদের পয়েন্টের শতাংশ ৭৪.২৪।

দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশ ৬২.৫০। ৫৫.৫৬ পয়েন্ট হার নিয়ে তিন নম্বরে শ্রীলঙ্কা। এর ফলে এক বা দুই নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত ভারতের।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম