Logo
Logo
×

খেলা

কানপুর টেস্টে ব্যর্থতার কারণ জানালেন অধিনায়ক শান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৪:২৮ পিএম

কানপুর টেস্টে ব্যর্থতার কারণ জানালেন অধিনায়ক শান্ত

ছবি : সংগৃহীত

কানপুর টেস্টে আড়াই দিনের বেশি বৃষ্টির কারণে খেলা হয়নি। বাকি সময়টাতে ব্যাটিং সহায়ক উইকেটেও চরম ব্যর্থতা দেখিয়ে অবিশ্বাস্যভাবে হেরেছে বাংলাদেশ। ৭ উইকেটে জিতেছে ভারত। ফলে ২ টেস্টের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত। 

ড্রয়ের স্বপ্নে বিভোর থাকা বাংলাদেশকে যে, এভাবে হেসেখেলেই হারিয়ে দিবে ভারত, তা হয়তো কেউই ভাবেনি। পাকিস্তানের বিপক্ষে সফলতার পর এমন ব্যর্থতা কেন, কারণ জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মঙ্গলবার কানপুরে ম্যাচ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে ম্যাচ হারের কারণ জানিয়ে শান্ত বলেন, আমরা ভালো ব্যাটিং করিনি। আপনি যদি সব ব্যাটারদের দিকে তাকান, তাহলে দেখবেন তারা ৩০-৪০টি করে বল খেলেছে এবং এরপর আউট হয়েছে। যেকোনো একজন ব্যাটারের বড় রান করাটা গুরুত্বপূর্ণ। যেভাবে জাদেজা-অশ্বিন ব্যাটিং করেছে, এমন সময়ে আপনার উইকেট প্রয়োজন। যেভাবে আমরা দুই ইনিংসে বোলিং করেছি, বিশেষ করে মিরাজ আগামীতেও সেই ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা করি।

উল্লেখ্য চেন্নাই টেস্টে ২৮০ রানের বড় হারের পেছনেও সবচেয়ে বড় দায় ছিল ব্যাটারদের। সাদা পোশাকে এমন ব্যর্থতা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। পাঁচদিনের ব্যবধানে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শান্তরা। সেই সিরিজে ব্যাট হাতে ছন্দে ফেরাই বড় চ্যালেঞ্জ হবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম