Logo
Logo
×

খেলা

সম্ভাব্য শেষ টেস্ট ইনিংসে ডাক মারলেন সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১২:২৪ পিএম

সম্ভাব্য শেষ টেস্ট ইনিংসে ডাক মারলেন সাকিব

সম্ভাব্য শেষ টেস্ট ইনিংসে ডাক মারলেন সাকিব

সাকিব আল হাসান টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন কিছুদিন আগেই। তার ইচ্ছা, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে এই সংস্করণকে বিদায় বলবেন তিনি। তবে নিরাপত্তা শঙ্কার কারণে শেষ পর্যন্ত এই অলরাউন্ডার দেশে ফিরবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সে ক্ষেত্রে কানপুর টেস্টই হবে সাকিবের শেষ টেস্ট। আর এই টেস্টে ডাক মারলেন সাকিব।

নিজের সম্ভাব্য টেস্টে ২ বল খেলে কোনো রান করেই আউট হলেন এই অলরাউন্ডার। জাদেজার বলে ক্যাচ হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব।

এদিকে রোমাঞ্চকর কানপুর টেস্টে মহাবিপদে আছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১০৯ রান। মাত্র ৫৭ রানে লিড নিয়েছে টাইগাররা। শেষ দিনে এখনো দুই সেশনের বেশি রয়েছে। ফলে দ্বিতীয় টেস্টেও হারের শঙ্কা জেগেছে বাংলাদেশের। 

বাংলাদেশের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি সাকিব খেলে ফেলেছেন গেল বিশ্বকাপে। আর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে না পারলে আজই হতে পারে সাকিবের শেষ টেস্ট। 

নিজের সম্ভাব্য শেষ ইনিংসে সাকিবের ব্যাট থেকে ভালো কিছুর আশা করেছিল সমর্থকরা। তবে সবাইকে হতাশ করে ডাক মেরে আউট হন তিনি। 

এদিকে সাকিবকে বিদায়ী সংবর্ধনা দিতে চায় বিসিসিআই। তবে সাকিবের কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পেলেই এই সংবর্ধনা দেবে বিসিসিআই। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম