বাংলাদেশের বিপক্ষে চলতি কানপুর টেস্টে মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। তিনি খালেদ আহমেদকে আউট করে টেস্টে ৩০০ উইকেট পূর্ণ করেছেন।
ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তারকা অলরাউন্ডার। টেস্টে তিন হাজার রান করার পাশাপাশি ৩০০ উইকেট শিকার করেন তিনি।
ভারতের হয়ে ৭৪তম টেস্ট খেলতে নেমে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন জাডেজা। বাংলাদেশের ইনিংসের শেষ উইকেটটি নেন তিনি। নিজের বলেই ক্যাচ ধরে আউট করেন খালেদকে। ভারতীয়দের মধ্যে চতুর্থ দ্রুততম হিসেবে এই নজির গড়লেন জাদেজা।
এর আগে রবিচন্দ্রন অশ্বিন ৫৪তম টেস্টে, অনিল কুম্বলে ৬৬তম টেস্টে এবং হরভজন সিংহ ৭২তম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। ভারতীয়দের মধ্যে টেস্টে ৩০০ উইকেট রয়েছে কপিল দেব, জহির খান এবং ইশান্ত শর্মার।
টেস্টে ৩০০ উইকেটের পাশাপাশি তিন হাজারের বেশি (৩১২২) রান করেছেন জাদেজা। এ তালিকায় বিশ্বের দ্বিতীয় দ্রুততম ভারতীয় তারকা। তার আগে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথাম। তিনি ৭২তম টেস্টে তিন হাজার রান এবং ৩০০ উইকেট পূর্ণ করেছিলেন।