Logo
Logo
×

খেলা

শেষবেলায় দুই উইকেট হারিয়ে বিপদ বাড়াল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম

শেষবেলায় দুই উইকেট হারিয়ে বিপদ বাড়াল বাংলাদেশ

সাদমান ইসলাম/সংগৃহীত

ভারতকে লিড বড় করতে দেয়নি বাংলাদেশ। দুই স্পিনার সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৫২ রানের লিড নিয়েই ইনিংস ঘোষণা করে ভারত। শেষবেলায় সে লিড টপকাতে গিয়ে ২৬ রানের মধ্যেই দুই উইকেট হারাল বাংলাদেশ। তাতে হারের শঙ্কা নিয়েই কানপুর টেস্টের শেষ দিনে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

দ্বিতীয় ইনিংসে এখনো ভারতের চেয়ে ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ, হাতে ৮ উইকেট। ব্যাট করছেন ওপেনার সাদমান ইসলাম (৭*) এবং প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান মুমিনুল হক (০*)।

এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার জাকির হাসানের উইকেট হারায় বাংলাদেশ। রবিচন্দ্রন অশ্বিনের বলে ১০ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামা হাসান মাহমুদের (৪) উইকেটও ঝুলিতে পুরেছেন সেই অশ্বিন-ই।

টানা দুই দিন বৃষ্টি-বাধায় খেলা না হওয়ার পর অবশেষে কানপুর টেস্টের চতুর্থ দিনে ফের মাঠে নামার সুযোগ পান ক্রিকেটাররা। ৩ উইকেটে ১০৭ রান নিয়ে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে দুইশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা গ্রাস করেছিল সফরকারীদের। যদিও মুমিনুলের ১০৭ রানের লড়াকু ইনিংসে সে শঙ্কা কাটিয়ে ২৩৩ রান পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট যায় জাসপ্রীত বুমরাহর ঝুলিতে।

জবাবে দিতে নেমে আক্রমণাত্মক ধাঁচে ব্যাট চালান যশস্বী জয়সওয়াল-কেএল রাহুলরা। এই দুজনের জোড়া ফিফটির সঙ্গে বিরাট কোহলির ৪৭ রানের ইনিংসে লিড পেয়ে যায় ভারত। তবে সাকিব-মিরাজের ঘূর্ণিতে সে লিড বড় করতে পারেনি তারা। ৯ উইকেটে ২৮৫ রান তুলেই ইনিংস ঘোষণা করতে হয় স্বাগতিকদের। চারটি করে উইকেট নেন সাকিব ও মিরাজ।

তবে ভারতের নেওয়া ৫২ রানের লিড টপকানোর আগেই দুই উইকেট হারিয়ে বসা বাংলাদেশের সামনে এখন ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ। ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। কানপুর টেস্টের শেষ দিনে সে মিশনে কতটা এগোতে পারে বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম