ফিতা কামড়িয়ে সাকিবের ব্যাটিং, যা বলছেন ডি ভিলিয়ার্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম
সাকিব আল হাসান
চেন্নাই টেস্টে
ব্যাটিংয়ে ভিন্ন এক সাকিবকে দেখা গেছে। ব্যাটিং করার সময় হেলমেটের স্ট্র্যাপ কামড়ে
ধরে ব্যাটিং করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। যা নিয়ে সে সময় বেশ আলোচনা হয়েছে।
এবার বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স।
নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে সাকিবের ব্যাটিংয়ে নিয়ে কথা বলতে গিয়ে নিজের অতীত অভিজ্ঞতা স্মরণ করেছেন ডি ভিলিয়ার্স। বলেন, ‘সাকিবকে ভারতের বিপক্ষে ম্যাচে স্ট্র্যাপ কামড়ে ব্যাট করতে দেখা গেছে। আমি আসলে এটার সঙ্গে নিজের অবস্থাটা রিলেট করতে পারছি। সে বলেছে, এটা তার চোখের সমস্যার জন্য করতে হয়েছে। যেটা আসলে আমাকেও আমার ক্যারিয়ারের শেষদিকে এসে ভুগিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার আসলে ভারসাম্য নিয়ে খুব একটা বেগ পেতে হয়নি ক্যারিয়ারজুড়েই, এমনকি চোখের সমস্যার আগেও, শুধুমাত্র একটি জায়গা বাদে। সেটা হলো আমি সবসময় চেষ্টা করতাম আমার চিবুকটা যতটা সম্ভব আমার বাম কাঁধের কাছাকাছি রাখতে। যেন এখানে সঠিকভাবে ব্যাটিং করা যায় এবং আমি ভারসাম্য হারিয়ে না ফেলি। যখন আপনার মাথা শরীরের বাকি অংশের বাইরে থাকবে তখন আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফলে সাকিবের ক্ষেত্রেও আমার মনে হয় এরকম কারণই ছিল যেন সে ভারসাম্যটা ধরে রাখতে পারে। সে এটার ব্যাখ্যাও দিয়েছে যে চোখের সমস্যার কারণে তাকে এটি করতে হয়েছে।’
চেন্নাই টেস্টে হেলমেটের স্ট্র্যাপ কামড়ে ধরা নিয়ে কানপুর টেস্টের আগে কথা বলেছেন সাকিবও। এ সময় তিনি জানান, ‘এটা ব্যাটিংয়ে সহায়তা করছে। আরও আত্মবিশ্বাসী করে তোলে। গত ৬ মাস ধরে আমি এভাবে ব্যাট করলেই ভালো বোধ করি। রান যতই করি না কেন।’