Logo
Logo
×

খেলা

খেলার মাঝেই স্ট্যাটাস, কীসের ইঙ্গিত দিলেন সাকিব?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম

খেলার মাঝেই স্ট্যাটাস, কীসের ইঙ্গিত দিলেন সাকিব?

বৃহস্পতিবারই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ধারণা করা হচ্ছিল, দেশে ফিরে হয়তো শেষ টেস্ট ম্যাচটাও খেলার সুযোগ পাবেন তিনি। তবে আপাতদৃষ্টিতে তেমনটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। 

আর এমনই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের মধ্যকার চলমান কানপুর টেস্টের মাঝেই দিলেন সাকিব একটি স্ট্যাটাস। সাকিব কীসের ইঙ্গিত দিলেন সেই স্ট্যাটাসে?

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করেন সাকিব। যেখানে তার টি-টোয়েন্টি ও টেস্টের পরিসংখ্যান স্পস্ট। 

টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচে ১২৭ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন সাকিব। ২৩.১৯ গড়ে ১৩ ফিফটিতে করেছেন ২৫৫১ রান। সর্বোচ্চ ইনিংস ৮৪।

অন্যদিকে বল হাতে ১২৬ ইনিংসে ৬.৮১ ইকোনোমিতে নিয়েছেন ১৪৯ উইকেট। ক্যারিয়ারসেরা বোলিং ২০ রানে ৫ উইকেট।

আর টেস্টে এখন পর্যন্ত ৭০ ম্যাচে ১২৮ ইনিংসে ব্যাট হাতে ৪৬০০ রানের পাশাপাশি বল হাতে ২৪২ উইকেট নিয়েছেন তিনি। আর টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচে ২৫৫১ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৪৯ উইকেট।

ধারণা করা হচ্ছে- সাকিব নিজেও হয়তো ধরে নিয়েছেন এটাই তার শেষ টেস্ট। আর তাই এমন স্ট্যাটাস দিলেন ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম