অনলাইনে ৮০ শতাংশ টিকিট বিক্রির ঘোষণা বিসিবির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ এএম
দর্শক
আন্তর্জাতিক ম্যাচ ও বিপিএলে দর্শক বাড়াতে কাজ করছে বিসিবি। সবশেষ বোর্ড মিটিংয়েও এ নিয়ে আলোচনা হয়েছে বোর্ড কর্তাদের মাঝে। যেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই অনলাইনে ৭০-৮০ শতাংশ টিকিট বিক্রির; এমনটিই জানিয়েছেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ।
টিকিট কালোবাজারি রোধ ও মাঠে দর্শক ফেরানো নিয়ে বিসিবিপ্রধান বলেন, ‘আমাদের যে খেলাগুলো হয়, কাগজের টিকিটে নিয়ন্ত্রণ করা কঠিন। আমরা টিকিটিং সিস্টেম ডিজিটালাইজড করতে যাচ্ছি। আন্তর্জাতিক ম্যাচ, বিপিএল সবকিছুতে এটা বোর্ডের রাজস্ব আয়ের ভালো উৎস হতে পারে বলে মনে করছেন পরিচালকরা।’
ফারুক আহমেদ আরও বলেন, ‘এর আগে খুব কম পরিমাণে, ছোট একটা অংশ ছিল অনলাইনে। এটাকে আমরা ৭০-৮০ শতাংশই ডিজিটালাইজড করব, যতটা আমাদের জন্য উপযুক্ত হয়। প্রত্যেকটা টিকিটের হিসাব তাতে আমাদের কাছে থাকবে।’
টিকিট কালোবাজারি রোধে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে ফারুক বলেন, ‘আমাদের কিছু টিকিট সৌজন্যমূলক দিতে হয়, কিছু এজেন্সি আছে, যারা কাজ করে। তাদের কিছু দাবি থাকে। ক্রীড়া মন্ত্রণালয়, র্যাব, পুলিশ, যারা যারা থাকেন, তাদের কথা বিবেচনায় রেখেছি। সৌজন্যমূলক সেই টিকিটগুলো যেন আমরা সনাক্ত করতে পারি। টিকেটে কিউআর কোড থাকবে। কোনটা সৌজন্যমূলক, কোনটা রাজস্ব টিকিট, সেটা যেন বুঝতে পারি, সেই ব্যবস্থা আমরা করতে যাচ্ছি।’
কবে থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে সেটা জানিয়ে ফারুক আহমেদ বলেন, ‘সামনে দুটি টেস্ট ম্যাচ আছে। পাইলট প্রজেক্ট হবে এই সিরিজ। বেশি টিকিট করতে হবে না, টেস্ট ম্যাচে দর্শক বেশি হয় না। ব্যবস্থাপনা কেমন হতে পারে, এসব নিয়ে আলোচনা হবে। সিরিজ যেহেতু খুব কাছে, আমরা দেখব। সিস্টেমটা যারা তৈরি করছে, তারা যদি দিতে পারে, তাহলে চেষ্টা করব আমরা।’