জিম আফ্রো টি-১০ লিগে কেমন কাটছে এনামুল-সাব্বিরের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম
এনামুল ও সাব্বির
বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটাররা ভারত সফরে ব্যস্ত সময় কাটালেও এনামুল হক বিজয় ও সাব্বির রহমানরা খেলছেন জিম্বাবুয়ের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট জিম আফ্রো টি-১০ লিগে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে কেমন করবেন এই ক্রিকেটাররা। তা নিয়ে ছিল প্রশ্ন। যার উত্তর মিলতে শুরু করেছে।
জিম আফ্রো টি–১০ লিগে এনামুল–সাব্বিরের দল এরই মধ্যে ৫টি করে ম্যাচ খেলে ফেলেছে। তবে ব্যাট হাতে তাদের পারফরম্যান্স তেমন আশাব্যঞ্জক নয়। বুলাওয়ে ব্রেভ জাগুয়ার্সের হয়ে এনামুল সর্বশেষ ২ ম্যাচে কিছু রান পেলেও সাব্বিরের ওপর আস্থা হারিয়েছে হারারে বোল্টস। কেননা, দুবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দুবারই ব্যর্থ সাব্বিরকে বাদ দিয়েছে দলটি।
এ বছরের মার্চে বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলা এনামুল জিম আফ্রো টি–১০ লিগে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩৫ বল খেলে করেছেন ৫৬ রান, স্ট্রাইক রেট ১৬০। একই টুর্নামেন্টে সাব্বির ২ ম্যাচে ৫ বল খেলে করতে পেরেছেন মাত্র ৩ রান, স্ট্রাইক রেট ৬০। সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে জাতীয় দলে খেলা এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে দুর্ভাগাও বলা যায়। দুটি ম্যাচেই তিনি রানআউট হয়েছেন।
এদিকে এই টুর্নামেন্টে খেলার কথা ছিল লেগস্পিনার রিশাদ হোসেনের। তবে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে যাননি তিনি।
উল্লেখ্য, জিম আফ্রো টি–১০ লিগের প্রথম আসর বসেছিল গত বছর। সেবার বাংলাদেশ থেকে খেলেছিলেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। তারা দুজনই বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে কানপুরে আছেন।