Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে

সেমিতে পাকিস্তানের সম্ভাবনা দেখছেন না শহিদি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম

সেমিতে পাকিস্তানের সম্ভাবনা দেখছেন না শহিদি

পাকিস্তান

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। যেই টুর্নামেন্ট ঘিরে দারুণ কিছুর স্বপ্ন দেখছে দলটি। তবে দলটিকে নিয়ে সমর্থকরা বড় স্বপ্ন দেখলেও আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদির মতে সেমিফাইনালে জায়গা পাবে না পাকিস্তান। তার সম্ভাব্য সেমির তালিকায় নেই পাকিস্তান। তিনি পাকিস্তান নয় বরং আফগানদেরকেই রেখেছেন সেমির তালিকায়। 

সম্প্রতি একটি জনপ্রিয় ভারতীয় পডকাস্টের আলোচনায়, পাকিস্তানকে হারানোর অনুভূতি, চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য সেমিফাইনালিস্ট নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন আফগানিস্তানের এই ওয়ানডে অধিনায়ক।

শহিদি বলেন, ‘আপনি যদি আগের বিশ্বকাপ, এশিয়া কাপ এবং আমরা পাকিস্তানের বিরুদ্ধে যে সিরিজ খেলেছিলাম তা দেখেন, আমরা খুব কাছাকাছি ছিলাম কিন্তু জিততে পারিনি। ২০১৯ বিশ্বকাপের ম্যাচটা আমাদের হাতে ছিল কিন্তু শেষ পর্যন্ত হয়নি। ২০২২ এশিয়া কাপে শেষ ওভারে ম্যাচ হারি। যার জন্য আমরা খুব কষ্ট পেয়েছিলাম। কারণ আমরা প্রায় ৮টি ম্যাচ হেরেছিলাম যেখানে জয়ের খুব কাছে ছিলাম আমরা।’

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারানো নিয়ে শহিদি বলেন, ‘আমি ভাগ্যবান যে দলকে নেতৃত্ব দিয়েছি এবং আমি ম্যাচটি শেষ করেছি। জয়ের পর দুর্দান্ত অনুভব করেছিলাম; আমি পুরো রাতে ঘুমাতে পারিনি। সুখের রাত ছিল ওটা।’

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির চার সেমিফাইনালিস্ট সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে শহিদি বলেন, ‘আমার মতে, আফগানিস্তান, ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম