Logo
Logo
×

খেলা

‘পাড়া-মহল্লার দলের’ চেয়েও বাজে অবস্থা বাবরদের!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম

‘পাড়া-মহল্লার দলের’ চেয়েও বাজে অবস্থা বাবরদের!

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর চরম সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। বিশেষ করে দেশটির সাবেক ক্রিকেটাররা রীতিমত দলকে তুলোধুনো করছেন। এবার সমালোচকদের দলে যোগ দিলেন সাবেক স্পিনার দানিশ কানেরিয়া।

পাকিস্তান ক্রিকেট দলকে কঠোর ভাষায় আক্রমণ করে কানেরিয়া বলেছেন, ‘এমনকি পাড়া-মহল্লার একটি দলও সম্ভবত পাকিস্তানের বর্তমান ক্রিকেট দলটির চেয়ে অনেক ভালো।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তান দল নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে এই স্পিনার যোগ করেন, ‘পাকিস্তান ক্রিকেট দল এখন রয়েছে সবচেয়ে নিচু লেভেলে। এমনকি কোনো কোনো পাড়া-মহল্লার দলও তাদের চেয়ে অনেক ভালো।’

পাকিস্তানের হারের জন্য দেশটির ক্রিকেট বোর্ডের ব্যাপক সমালোচনা করেছিলেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। কানেরিয়াও একই সুরে বলেন, ‘পাকিস্তান দলের এই বাজে অবস্থার জন্য পুরোপুরি দায়ী পিসিবি। জাতীয় দলের এত বাজে পারফরম্যান্সের জন্য পুরোপুরি দায় নিতে হবে পিসিবিকেই। অধিনায়কের বিলাহবহুল পদ এবং পিসিবির চেয়ারম্যানশিপ খেলার পুরো মন-মানসিকতাই নষ্ট করে দিয়েছে।’

প্রসঙ্গত, আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশ। এর মাধ্যমে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে টেস্ট এবং সিরিজ জয়ের গৌরব অর্জন করে নাজমুল হোসেন শান্তর দল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম