Logo
Logo
×

খেলা

আইপিএল নিলামের আগে যেসব ক্রিকেটার ধরে রাখবে কেকেআর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পিএম

আইপিএল নিলামের আগে যেসব ক্রিকেটার ধরে রাখবে কেকেআর

ছবি : সংগৃহীত

আগামী বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনুষ্ঠিত হবে। তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দল গোছানোর কাজ সেরে নিচ্ছে। আইপিএলের নিয়মানুযায়ী, নিলামের আগে ধরে রাখা ক্রিকেটারদের নামের তালিকা পাঠাতে হবে ফ্র্যাঞ্চাইজ়িগুলোকে। সেই ধারাবাহিকতায় বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কোন পাঁচ ক্রিকেটারকে ধরে রাখবে, তা জানাচ্ছে। 

চলতি বছরই আইপিএলের নিলাম। তার আগে ধরে রাখা ক্রিকেটারদের নামের তালিকা পাঠাতে হবে আইপিএল কর্তৃপক্ষের কাছে। এবারের নিলামের আগে কতজন ক্রিকেটারকে দলগুলো ধরে রাখতে পারবে, সে বিষয়ে কোনো ঘোষণা হয়নি। তবে বোর্ডসূত্রে জানা গেছে, চারজনের বদলে এবার পাঁচজনকে ধরে রাখা যাবে। 

এ পরিস্থিতিতে পাঁচ ক্রিকেটারকে ধরে রাখবে কলকাতা নাইট রাইডার্স? কাদের ছেড়ে দিচ্ছে তারা—

১. শ্রেয়াস আয়ার— 

দলের অধিনায়ক। গতবার তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। ব্যাট হাতে মৌসুম খুব খারাপ যায়নি তার। ১৪ ইনিংসে ৩৫১ রান করেছেন। দুটি অর্ধশত রান আছে তার। শ্রেয়াসের অধিনায়কত্বের প্রশংসা হয়েছে। যেভাবে তিনি দলের বোলারদের পরিচালনা করেছেন, তা নজর কেড়েছে। সে কারণে শ্রেয়াসকে ধরে রাখতে পারে কেকেআর।

২. সুনিল নারিন— 

গত মৌসুমের আগেই নারিনকে ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল কেকেআর। শেষ মুহূর্তে রেখে দেওয়া হয়েছিল তাকে। সেই নারিন চমক দিয়েছেন। গত মৌসুমে ওপেন করতে নেমে দলের হয়ে সর্বাধিক ৪৮৮ রান করেছেন। আবার বল হাতে নিয়েছেন ১৭ উইকেট। তাই এবার যে নারিনকে কলকাতা ধরে রাখবে তা এক প্রকার নিশ্চিত।

৩. ফিল সল্ট— 

গতবারই কেকেআরের হয়ে প্রথম খেলেছেন সল্ট। ওপেনে তার ও নারিনের জুটি কলকাতাকে ভালো শুরু দিয়েছে। ১২ ইনিংসে ৪৩৫ রান করেছেন ইংল্যান্ডের এ ব্যাটার। উইকেটের পেছনেও ভালো খেলেছেন তিনি। তাই তাকেও এই মৌসুমে ধরে রাখতে পারে কেকেআর।

৪. রিঙ্কু সিং— 

কলকাতার ঘরের ছেলে হয়ে গেছেন রিঙ্কু। গত মৌসুমে ফিনিশারের ভূমিকায় থাকায় বিশেষ সুযোগ পাননি খেলার। ১১ ইনিংসে ১৬৮ রান করেছেন তিনি। তবে জাতীয় দলে ধারাবাহিকভাবে খেলা রিঙ্কুকে এবারের নিলামের আগেও ধরে রাখতে পারে কলকাতা।

৫.আন্দ্রে রাসেল— 

কেকেআরের আরেক ঘরের ছেলে রাসেল। এখনো যে তিনি ভয়ঙ্কর তা গত মৌসুমেই দেখিয়েছেন। ব্যাটে-বলে নিজের কাজ করেছেন তিনি। ৯ ইনিংসে ২২২ রান করেছেন রাসেল। আবার ১৯ উইকেট নিয়েছেন তিনি। তাই তাকেও কলকাতার ধরে রাখার সম্ভাবনা প্রবল।

এই পাঁচজনকে ধরে রাখলে বাকিদের ছাড়তে হবে কেকেআরকে। এর মধ্যে গত মৌসুমে ভালো খেলা ভেঙ্কটেশ আয়ার রয়েছেন। গত মৌসুমে ১৩ ইনিংসে ৩৭০ রান করেছেন তিনি। তবে যদি এবার রাইট টু ম্যাচ কার্ডের সুযোগ ফ্র্যাঞ্চাইজিদের দেওয়া হয়, তা হলে সেই সুযোগ কাজে লাগিয়ে নিলাম থেকে আবার ভেঙ্কটেশকে নিতে পারে তারা। 

গত মৌসুমে ভালো খেলেছেন বরুণ চক্রবর্তীও। কেকেআরের হয়ে সবচেয়ে বেশি ২১ উইকেট নিয়েছেন তিনি। তাকেও ছাড়তে হতে পারে। ঠিক তেমনই গত মৌসুমে নজর কাড়া হর্ষিত রানা, বৈভব অরোরা, অঙ্গকৃশ রঘুবংশীদেরও ছাড়তে হবে। তবে কেকেআর প্রতিবার নিলামে চেষ্টা করে নিজেদের দলে খেলা ক্রিকেটারদের নতুন করে কিনতে। এবারও সেই চেষ্টা করতে দেখা যেতে পারে শাহরুখ খানের দলকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম