Logo
Logo
×

খেলা

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ পিএম

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের টিকিটের মূল্য প্রকাশ করা হয়েছে। খেলা শুরুর দুই মাস আগে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের দাম গতবারের চেয়ে সাড়ে পাঁচগুণ বেশি।

সোমবার থেকে শুরু হয়েছে আসন্ন বর্ডার-গাওস্কর সিরিজের টিকিট বিক্রি। প্রথম দিনেই ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের টিকিটের চাহিদা দেখে আপ্লুত আয়োজকরা। টিকিট বিক্রি শুরু হওয়ার দিনেই তুমুল চাহিদা তৈরি হওয়ায় তারা উচ্ছ্বসিত। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জোয়েল মরিসন বলেছেন, বর্ডার-গাওস্কর সিরিজ নিয়ে আমরা আশাবাদী ছিলাম। টিকিটের বিপুল চাহিদাই প্রমাণ করে অস্ট্রেলিয়া-ভারতের ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ কতটা। দ্রুত টিকিট বিক্রি হচ্ছে। শুধু বক্সিং ডে টেস্ট নয়, বাকি চারটি টেস্টের টিকিটের চাহিদাও বেশ ভালো। ক্রিকেটপ্রেমীরা মাঠে বসে অস্ট্রেলিয়া-ভারত লড়াই দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না।

টিকিটের চাহিদা ভারতীয় সমর্থকদের মধ্যে বেশি বলেও জানিয়েছেন মরিসন। তিনি বলেছেন, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে। অস্ট্রেলিয়ার সমর্থকদের আগ্রহও আগের থেকে বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে খুব উত্তেজক একটা সিরিজ হবে আশা করছি আমরা। মাঠের পাশাপাশি গ্যালারিতেও ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাওস্কর ট্রফি। প্রথম ম্যাচ হবে পার্থে। পরের চারটি টেস্ট যথাক্রমে অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম