Logo
Logo
×

খেলা

‘অতিমানব’ পান্তে বিমোহিত ওয়াসিম আকরাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম

‘অতিমানব’ পান্তে বিমোহিত ওয়াসিম আকরাম

রিশাভ পান্ত ও ওয়াসিম আকরাম/সংগৃহীত

২১ মাস পর চেন্নাই টেস্ট দিয়ে ক্রিকেটের অভিজাত ফরম্যাটে মাঠে ফিরেছেন রিশাভ পান্ত। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পান্ত বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে রাঙিয়েছেন নিজের টেস্টে প্রত্যাবর্তন।

চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে পান্তের ব্যাটে এসেছে ১০৯ রান। তাই চোট থেকে ফেরা পান্তকে সোজা ‘অতিমানব’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

পান্তের দাপুটে ইনিংস দেখে ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস কিড়াকে আকরাম বলেছেন, ‘পান্তের পারফরম্যান্স দেখুন, এমন এক বিপর্যয়ের পর ফিরে যেভাবে পান্ত পারফর্ম করেছে, তা দেখিয়ে দিয়েছে, ও অতিমানব। যেভাবে দুর্ঘটনা ঘটেছিল, আমরা পাকিস্তানে সবাই উদ্বিগ্ন ছিলাম। আমি ওকে নিয়ে উদ্বিগ্ন ছিলাম, ওকে নিয়ে টুইট করেছিলাম।’

ওয়াসিম যোগ করেন, ‘ও যে ভয়ংকর দুর্ঘটনার মধ্য দিয়ে গেছে, সেখান থেকে ফেরাতেই বোঝা যায়, ছেলেটা মানসিকভাবে কতটা শক্তিশালী। আমার মতে, মানুষকে অনুপ্রাণিত করতে এটা প্রজন্ম থেকে প্রজন্মে বলার মতো গল্প। এরপর ও আইপিএলে ফিরে ৪০ গড়ে ৪৪৬ রান করেছে, স্ট্রাইক রেট ছিল ১৫৫। ও একটা বিস্ময়বালক।’

টেস্টে পান্তের সেঞ্চুরির সংখ্যা ছয়টি। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর বিপক্ষে সেঞ্চুরি রয়েছে তার। ছয় সেঞ্চুরির চারটি আবার বিদেশ-বিভূঁইয়ে। পান্তের ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে আকরামও এই বিষয়গুলোতে দৃষ্টি দিয়েছেন, ‘যেভাবে পান্ত টেস্ট ক্রিকেট খেলত, যেভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে পারফর্ম করেছিল, ইংল্যান্ডের বিপক্ষে যে কৌশলে ও ব্যাটিং করেছে, টেস্টে জেমস অ্যান্ডারসন, এমনকি প্যাট কামিন্সের বিপক্ষে সে রিভার্স সুইপ খেলেছে, ও আসলেই স্পেশাল।’

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম