Logo
Logo
×

খেলা

পান্ত-গিলকে ১ ঘণ্টা সময় দিয়েছিলেন রোহিত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম

পান্ত-গিলকে ১ ঘণ্টা সময় দিয়েছিলেন রোহিত

গিল ও পান্ত

চেন্নাই টেস্টের তখনও দুদিন বাকি। শুভমান গিল ও ঋশভ পান্ত জুটিতে ভর করে বাংলাদেশকে পাহাড়সম টার্গেট দিতে চলেছে ভারত। এই অবস্থায় তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ভারত। মনে হচ্ছিল বাংলাদেশকে ৬০০ রানের টার্গেট ছুড়ে দিতে পারে ভারত। তবে শেষ পর্যন্ত সেটি না করে লাঞ্চের পর কিছুক্ষণ ব্যাট করেই ৫১৫ রানের টার্গেটে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় রোহিত।

কেন সময় থাকার পরও ব্যাটিং করেনি ভারত। তা পরিষ্কার করেছেন রিশভ পান্ত। জানিয়েছেন লাঞ্চ বিরতির সময়ই তাদের এক ঘণ্টা সময় বেধে দিয়েছিলেন অধিনায়ক রোহিত। 

ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়ে পান্ত বলেন, ‘আমরা যখন মধ্যাহ্নভোজের জন্য গিয়েছিলাম, তখন ড্রেসিংরুমে ডিক্লেয়ার করার আলোচনা চলছিল। রোহিত ভাই বলেছিল, ‘এক ঘণ্টা সময় দিচ্ছি। তার মধ্যে যত রান করতে পারো করো। তাই ব্যাট করতে নামার সময়েই ভেবে নিয়েছিলাম মেরে খেলব। ভেবেছিলাম, ১৫০ রানও করে ফেলতে পারি। যদিও সেটা হয়নি।’

বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট দিয়ে দীর্ঘ ২১ মাস পর সাদা পোশাকে ফিরেছেন পান্ত। ফিরেই প্রথম ইনিংসে ৩৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ১২৮ বলে ৪ ছক্কা ও ১৩ চারে ১০৯ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। যা মুগ্ধ করেছে অধিনায়ক রোহিতকেও।

পান্তের ফেরা নিয়ে রোহিত বলেন, ‘ও খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। তার মাঝেও যে নিজেকে ঠিক রেখেছে সেটা এক কথায় অসাধারণ। ও আইপিএলে ফিরেছে। তার পরে বিশ্বকাপে ভাল খেলেছে। এবার ওর পছন্দের ফরম্যাটে ফিরেছে। আমরা জানি পান্ত ব্যাট হাতে ও উইকেটের পিছনে কী করতে পারে? আমাদের মনে কোনও সন্দেহ ছিল না। ওকে সময় দিয়েছিলাম। নিজেকে তৈরি করেছে। তার পরে জাতীয় দলে তা কাজে লাগিয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম