![‘ভারতীয় পেসাররা ওয়াসিম-শোয়েবদের কাতারে’](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/24/3-(21)-66f26d2188531.jpg)
ভারতীয় ক্রিকেট দল
পাকিস্তানের পেসারদের কথা উঠলেই নাম আসবে ওয়াসিম আকরাম, শোয়েব আখতার ও ওয়াকার ইউনিসের। এই তিন পেসার প্রতিপক্ষের ব্যাটারদের কাছে ছিলেন রীতিমতো আতঙ্কের নাম। সেই তাদের কাতারেই এবার ভারতীয় পেস ইউনিটকে বসালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি।
চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানের বড় ব্যবধানে হারানোর পেছনে ভারতীয় বোলারদের বড় ভূমিকা দেখেন বাসিত। তার মতে, ভারতীয় বোলিং ইউনিট এখন এতটাই প্রভাবশালী যে তারা পাকিস্তানের তিন পেস ত্রয়ীর সমান। নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন বাসিত।
বাসিত ভারতীয় বোলিং ইউনিটের প্রশংসা করে বলেন, ‘ভারতীয় বোলিং ইউনিট এতটাই প্রভাবশালী যে তারা পেসার ওয়াসিম আকরাম, শোয়েব আখতার এবং ওয়াকার ইউনিসের সাথে সমান। এই মুহুর্তে, মোহাম্মদ শামি খেলছেন না। অথচ তারা বেশ শক্তিশালী।’
বাংলাদেশের বিপক্ষে টেস্ট শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। আর সেই দলে লখনউ সুপার জায়ান্টস পেসার মায়াঙ্ক যাদবকে দেখতে চান বাসিত। বলেন, ‘মায়াঙ্ক যাদবের বল খুবই বিপজ্জনক। তার বাউন্সার সঠিক। আমি তাকে অস্ট্রেলিয়ায় একটি টেস্ট ম্যাচ খেলতে দেখতে চাই।’