Logo
Logo
×

খেলা

বাবর-আফ্রিদিদের কানেকশন ক্যাম্পে যে বার্তা দিলেন কারস্টেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ এএম

বাবর-আফ্রিদিদের কানেকশন ক্যাম্পে যে বার্তা দিলেন কারস্টেন

কারস্টেন

ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। বোর্ডপ্রধান, কোচ ও অধিনায়ক; কোনো কিছুতেই সাফল্যের দেখা পাচ্ছে না পাকিস্তান। এই অবস্থায় জাতীয় দল ও রাডারে থাকা ক্রিকেটারদের নিয়ে সোমবার কানেকশন ক্যাম্প করেছে পিসিবি। যেই ক্যাম্পে বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিদের ঘুরে দাঁড়াতে বার্তা দিয়েছেন গ্যারি কারস্টেন।

কানেকশন ক্যাম্পে সাদা বলের অধিনায়ক বাবর ও লাল বলের অধিনায়ক শান মাসুদসহ কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। এর বাইরে পাকিস্তান ক্রিকেটসংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন। যেখানে পাকিস্তানকে সাফল্য এনে দিতে সবাইকে পেশাদারিত্ব ও আত্মসম্মানবোধ দেখতে বলেছেন ভারতকে বিশ্বকাপ জেতানো এই কোচ।

পরে এ নিয়ে সংবাদ সম্মেলনে কারস্টেন নিজের চাওয়া তুলে ধরে বলেন, ‘কানেকশন ক্যাম্পের অংশ হয়ে দারুণ সময় কেটেছে। আমি মনে করি, তিন সংস্করণেই পাকিস্তান ক্রিকেটে সর্বোচ্চ সাফল্য দেখতে চাওয়ার বিষয়ে আমরা সকলে একমত। আমরা আজ যেসব জিনিস করেছি দলের সেরাটা পেতে সাহায্য করবে। দল ও খেলোয়াড়দের পেশাদারির বিষয়ে যে কথা হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং তারা যে পেশাদার সেই প্রতিশ্রুতিও গুরুত্বপূর্ণ। দেশের জন্য নিজেদের সেরা ভাবে উপস্থাপন ও পাকিস্তান ক্রিকেটের গর্ব ফিরিয়ে আনাও অনেক জরুরি।’

পাকিস্তান দলের সফল হওয়া নিয়ে কারস্টেন বলেন, ‘আমরা সবাই সফল দল চাই, তাই তো? আমরা চাই আমাদের দল যেখানে খেলুক ভালো করুক। এটা না হওয়ার কোনো কারণ নেই। তিন সংস্করণেই দলে অনেক প্রতিভা আছে, তবে এর জন্য একটা প্রক্রিয়ায় কাজ করতে হবে। আমার মনে হয় এর ওপরই আমরা মনোযোগ দিচ্ছি। আমরা আসলে জানতে চাই, আমাদের একটি শক্তিশালী কাঠামো আছে। দলে জায়গা পাওয়ার লড়াই আছে এবং সেরা দলগুলোর সঙ্গে লড়ার জন্য আমাদের দলের কৌশল একই থাকবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম