ভারতকে দেখে পাকিস্তানকে শিখতে বললেন কামরান আকমল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ এএম
কামরান আকমল
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্টে পাত্তাই পায়নি পাকিস্তান। হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে দলটি। আর সেই উড়তে থাকা বাংলাদেশকে চেন্নাইয়ে মাটিতে নামিয়ে ছেড়েছে ভারত। বাংলাদেশকে হারিয়েছে ২৮০ রানের বিশাল ব্যবধানে। ভারতের এমন পেশাদারিত্ব থেকে পাকিস্তান দলকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব পেরোতে পারেনি। এরপর টেস্টে ধবলধোলাইয়ের শিকার হয়েছে বাংলাদেশের বিপক্ষে। যার জন্য কঠোর সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে পিসিবি ও ক্রিকেটারদের।
এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে তাই ভারতকে অনুসরণ করতে বলছেন কামরান। পিসিবির সমালোচনা করে ভারতের থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা বলেছেন পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।
কামরান আকমল বলেন, ‘পিসিবির উচিত বিসিসিআইয়ের থেকে শেখা, তাদের পেশাদারিত্ব, তাদের দল, নির্বাচক, অধিনায়ক ও কোচের কাছ থেকে শিক্ষা নেওয়া। এই বিষয়গুলোই একটি দলকে এক নম্বর করে তোলে এবং তারা বিশ্বে আধিপত্য বিস্তার করে। আমরা যদি এতই ভালো হতাম, তাহলে পাকিস্তান ক্রিকেট এখানে থাকত না। আপনাদের অহংকারের কারণেই পাকিস্তান ক্রিকেট ভুগছে।’