Logo
Logo
×

খেলা

সাকিবের পারফরম্যান্স নিয়ে কথা বলতে রাজি নন শান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম

সাকিবের পারফরম্যান্স নিয়ে কথা বলতে রাজি নন শান্ত

নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান/সংগৃহীত

চেন্নাই টেস্টে ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। দুই ইনিংসে বল হাতে ২১ ওভারে দিয়েছেন ১২৯ রান, উইকেটের খাতায় চোখ রাঙিয়েছে বড়সড় একটা শুন্য। অন্যদিকে ব্যাট হাতে পুরো দলের সঙ্গে ব্যর্থতার মিছিলে যোগ দিয়ে করেছেন মোটে ৫৭ রান। এমন হতশ্রী পারফরম্যান্সের পরও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাশে পাচ্ছেন তিনি।

ভারতের কাছে হারের পর সাকিবের ফর্মহীনতা নিয়ে প্রশ্ন করা হলে শান্ত বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি আসলে দেখি একজন ক্রিকেটার কী পরিমাণ ইফোর্ট দিচ্ছেন। তারা দলকে কতটা দিতে চাচ্ছে, সেটাই মুখ্য। অনেকে ভাবতে পারেন, প্রশ্নটা সাকিব ভাইকে নিয়ে বোধহয় আমি এভাবে বলছি। সত্যি বলতে নাহিদ রানা থেকে মুশফিক ভাই-সবাইকে আমি একইচোখে দেখি।’

সাকিবের পারফরম্যান্স নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি শান্ত। প্রেস কনফারেন্সে তার সরাসরি জবাব, ‘আমি কোনো খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। এটা দলীয় খেলা, পুরো দল পারফর্ম করলেই জয় আসে।’

এদিকে চেন্নাই টেস্ট চলাকালে সাকিবের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছিল। এ বিষয়টি পরিষ্কার করে শান্ত যোগ করেন, ‘সাকিবের আঙুলে ব্যান্ডেজ ছিল। আঙুলে আঘাত পাওয়ার পর সেখান থেকে রক্তপাত হয়েছিল।’

প্রসঙ্গত, চেন্নাই টেস্টে ভারতের কাছে ২৮০ রানে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে থেকেই আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে পরের টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম