Logo
Logo
×

খেলা

পান্ত না শান্ত, অধিনায়ক কে?— উত্তর দিলেন পান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম

পান্ত না শান্ত, অধিনায়ক কে?— উত্তর দিলেন পান্ত

রিশভ পান্ত

চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেঞ্চুরি ও এক ইনিংসে ৬ উইকেট তুলে ম্যাচসেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘ ২১ মাস পর টেস্টে ফিরে সেঞ্চুরির দেখা পেয়েছেন রিশভ পান্ত। তবে এর বাইরেও চেন্নাই টেস্টে দেখা গেছে মজার কিছু দৃশ্য। যা মাঠের বাইরে আলোচনা ছড়িয়েছে বেশ।

চেন্নাই টেস্টে রিশভ পান্তকে দেখা বাংলাদেশের ফিল্ডার সাজিয়ে দিতে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এমন কাণ্ডের পর ম্যাচ শেষে পান্তের কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশের অধিনায়ক কে, শান্ত নাকি পান্ত। সঞ্চালক সাবা করিমের এমন প্রশ্নের উত্তর দিয়েছেন পান্ত।

হেরেও যে কারণে তৃপ্তির ঢেকুর তুললেন শান্ত

চেন্নাই টেস্ট শেষে ভাইরাল সেই ভিডিও নিয়ে পান্তের কাছে সাবা করিম জানতে চান, ‘আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। দ্বিতীয় ইনিংসে যখন তাসকিন আহমেদ বল করতে আসেন, তখন কেন আপনি তাকে ফিল্ডার সাজিয়ে দিয়েছিলেন? বাংলাদেশের অধিনায়ক কে, শান্ত না পান্ত?’

যার উত্তরে পান্ত বলেন, ‘যখন আমি মাঠের বাইরে অজয় (জাদেজা) ভাইয়ের সাথে কথা বলি, তখন তিনি আমাকে বলেছিলেন- আপনি যেখানেই খেলুন না কেন ক্রিকেটে ভালো খেলা উচিত, সৎ থাকা উচিত। তা প্রতিপক্ষই হোক বা আপনার দল। সেখানে কোনো (মিডউইকেটে) ছিল না। দুইজন ফিল্ডার এক জায়গায় দাঁড়িয়ে ছিলেন। তাই আমি তাকে (শান্ত) ফিল্ডারকে সেখানে রাখতে বলেছি।’

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম