Logo
Logo
×

খেলা

ভারতীয় ব্যাটারের পরামর্শে ফিল্ডিং সাজিয়েছেন শান্ত!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম

ভারতীয় ব্যাটারের পরামর্শে ফিল্ডিং সাজিয়েছেন শান্ত!

নাজমুল হোসেন শান্ত/সংগৃহীত

চেন্নাই টেস্টে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের ব্যাটারের পরামর্শে ফিল্ডিং সাজাতে দেখা গেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।

টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বোলারদের শাসন করেছেন রিশাভ পান্ত এবং শুভমান গিল। ১৬৭ রানের জুটি গড়েছেন তারা, দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। সে জুটির সময় হঠাৎ স্টাম্প মাইকে পান্তের কণ্ঠ শুনে চমকে উঠতে হয়।

পান্তকে বলতে শোনা যায়, ‘এখানে একজন আসো। ভাই, এখানে একজন ফিল্ডার।’ ভারতীয় এই ব্যাটার মিড অফে একজন ফিল্ডার রাখার কথা বলছিলেন। তার সে মন্তব্যের পরই মিড অফে একজন ফিল্ডার নিয়ে আসে বাংলাদেশ। আপাতদৃষ্টিতে দেখে মনে হয়, যেন পান্তের পরামর্শেই ফিল্ডিংয়ে পরিবর্তন আনেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।

তৃতীয় দিন শেষে চেন্নাই টেস্টে চালকের আসনে পান্ত-গিলদের ভারত। বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিয়ে রোহিত শর্মার দল স্বস্তিতে আছে। ৪ উইকেটে ১৫৮ রান তুলে দিন শেষ করা বাংলাদেশের হাতে লক্ষ্যে পৌছাতে অফুরন্ত সময় আছে। কিন্তু উইকেট হাতে আছে মোটে ছয়টি। রান দরকার ৩৫৭।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম