![২১ মাস পর টেস্টে ফিরেই পান্তের সেঞ্চুরি](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/21/1-(7)-66ee7262a3a1c.jpg)
রিশভ পান্ত
চেন্নাই টেস্টে ক্যারিয়ারের ষষ্ট টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন রিশভ পান্ত। এরপর মেহেদী হাসান মিরাজের বলে ১২৮ বলে ১০৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। সাজঘরে ফেরার আগে টেস্ট প্রত্যাবর্তন রাঙিয়ে রেখেছেন পান্ত। দীর্ঘ ২১ মাস পর টেস্ট জার্সিতে ফিরেই সেঞ্চুরি তুলে নেন পান্ত।
২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন পন্ত। ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান এরপর লম্বা সময় মাঠের বাইরে থেকেছেন। অবশেষে আইপিএল দিয়ে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ফেরেন। এরপর বাংলাদেশ সিরিজের টেস্টে ফিরেন পান্ত।
বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়ে সাদা পোশাকে ফেরার পর প্রথম ইনিংসে ৩৯ রান করেন পান্ত। আর এবার প্রত্যাবর্তন রাঙাতে সেঞ্চুরি করেছেন তিনি। পথে অবশ্য ৭২ রানে তার সহজ ক্যাচ ছেড়েছে নাজমুল হোসেন শান্ত।
পান্তের সেঞ্চুরিতে ভারতের লিড এরই মধ্যে সাড়ে চারশো ছাড়িয়েছে। পন্তের আউটের সময় ভারতের রান ছিল ২৩৪/৪। যা এই প্রতিবেদন লেখার সময় দাঁড়িয়েছে ৪৭৬ রানে।