Logo
Logo
×

খেলা

দ্বিতীয় দিনে যেই পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৪ এএম

দ্বিতীয় দিনে যেই পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ-ভারত টেস্ট

চেন্নাই টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে স্বপ্নের শুরু পেয়েছিল বাংলাদেশ। ১৪৪ রানে ৬ উইকেট তুলে নিয়েছিল ভারতের। মনে হচ্ছিল দুশ রানের আগেই ভারতকে অলআউট করে দিয়ে প্রথম দিনেই ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। তবে সে পথে বাধা হয়ে দাঁড়ান দুই অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। 

১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৬ উইকেটে ৩৩৯ রানে দিনের খেলা শেষ করে ভারত। ভেস্তে দেয় বাংলাদেশের সব পরিকল্পনা। এই অবস্থায় দ্বিতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কি? দিন শেষে নিজেদের সেই পরিকল্পনার কথায় জানিয়েছেন দিনের সেরা বোলার হাসান মাহমুদ।

৩৪ রানেই ভারতের ৩ উইকেট তুলে নেওয়া হাসান বলেন, ‘আমার মনে হয়, সকালের দিকে উইকেটে কিছু সিম মুভমেন্ট ছিল। পরে ধীরে ধীরে উইকেট সেটেল হয়ে গেছে। বল ভালোভাবে ব্যাটে এসেছে। তবু শেষ দিকে আমি কিছু মুভমেন্ট পেয়েছি। আশা করি, কালকে (আজ) আমরা সুযোগ তৈরি করতে পারব।’

দ্বিতীয় দিনের কোন কৌশল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তা জানিয়ে হাসান বলেন, ‘সকালের দিকে আমরা দাপট দেখাচ্ছিলাম। উইকেট এখন খুব ভালো হয়ে গেছে। বোলাররা চেষ্টা করছে কীভাবে বাউন্ডারি না দিয়ে বোলিং করা যায়। একটা সময় মোমেন্টাম ছিল আমাদের দিকে। এখন ওই দিকে চলে গেছে। এটাই ক্রিকেট। যেকোনো কিছু হতে পারে এখন। কালকে (আজ) সকালে আবার আমাদের দিকে ফিরে আসতে পারে। আমাদের চেষ্টা থাকবে আমরা যেন রান চেক দিয়ে বোলিং করতে পারি।’

হাসান এরপর যোগ করেন, ‘আমার মনে হয়, আরেকটু বাউন্ডারি কম খাওয়ার মতো বোলিং করা দরকার ছিল। আরেকটু গুছিয়ে বোলিং করতে পারলে রান আরেকটু কম হতো। তবে চেষ্টা করছি, যেন আরেকটু গুছিয়ে বোলিং করা যায়। কালকে (আজ) যদি আমরা চেষ্টা করি, যদি দ্রুত উইকেট নিতে পারি, তাহলে ম্যাচে ফিরে আসব।’

অশ্বিন ও জাদেজাকে নিয়ে ভিন্ন কৌশল অবলম্বন করতে পারত কিনা বোলাররা; এমন প্রশ্নে হাসান বলেন, ‘পেসাররা ভালো করছিল, উইকেট পড়ছিল দেখেই হয়তো স্পিনাররা একটু দেরিতে এসেছে। আমার মনে হয়, বোলিংটা একটু ইকোনমিক্যাল হতে পারত, গোছানো হতে পারত। চেষ্টা করছি, সবাই মিলে একটু ভালো জায়গায় বল করে ব্যাটসম্যানকে চাপে রাখতে। এখন মোমেন্টাম ওদের দিকে আছে। কালকে (আজ) দ্রুত অলআউট করতে পারলে মোমেন্টাম আমাদের দিকে আসবে। ৪০০ রানের আগে অলআউট করতে পারলে ভালো হবে।’

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম