বাংলাদেশ এ দল
আগামী ৩ অক্টোবর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে ‘এ’ দলের হয়ে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে নারী ক্রিকেট দল। যেখানে সিরিজের শেষ ম্যাচে লংকানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে।
সিরিজের শেষ ম্যাচে টসে জিতে লংকানদের প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। এরপর দারুণ বোলিংয়ে লংকানদের গুঁড়িয়ে দেয় ৫৪ রানে। এমন দাপুটে বোলিংয়ের পর জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে।
লংকানদের দেওয়া সহজ লক্ষ্য ১১.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখে টপকে যায় বাংলাদেশ এ দল। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন রাবেয়া খান। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মারুফা, রাবেয়া ও ফাহিমা।
ব্যাট হাতে ব্যক্তিগত ৩৩ রানে অপরাজিত থাকেন ওপেনার দিলারা। নিগার সুলতানা জ্যোতি অপরাজিত ছিলেন ২৫ বলে ১৪ রানে।