‘আমাকে কেন মারছ’- লিটনের ওপর মেজাজ হারালেন পান্ত
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম
![‘আমাকে কেন মারছ’- লিটনের ওপর মেজাজ হারালেন পান্ত](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/19/4-(2)-66ebe358ea6a4.jpg)
বাংলাদেশ ভারত টেস্ট
সম্প্রতি বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা। দুদলের ক্রিকেটারদের শারীরিক ভাষা বদলে যায়। মাঠের ক্রিকেটে এক বিন্দু ছাড় দিতে চাই না কেউ কাউকে। চেন্নাই টেস্টেও দেখা গেল সেই চিত্র। উইকেটের পেছন থেকে করা লিটন দাসের করা এক থ্রুকে কেন্দ্র করে ঋষভ পান্ত তো বলেই বসলে, কেন আমাকে মারছ। যার জবাবে লিটনকেও দেখা গেছে উত্তপ্ত বাক্য বিনিময় করতে।
ইনিংসের ১৫.৩ ওভারের ঘটনা। ভারতের সংগ্রহ তখন ৩ উইকেটে ৫৯ রান। হাসান মাহমুদের বোলিং তোপে এরই মধ্যে ৩ উইকেট হারিয়েছে ভারত। উইকেটে থাকা যশস্বী জয়সওয়াল ও ঋষভ পান্তকেও বেশ ধুকতে হচ্ছে। বাংলাদেশি ফিল্ডাররাও বাড়তি চাপ প্রয়োগ করছে ব্যাটারদের ওপর।
মাঠে হাসান, ধারাভাষ্যে গলা ফাটাচ্ছেন তামিম
এমন সময় উইকেটের পেছনে থেকে স্টাম্প ভাঙতে বল নিক্ষেপ করেন লিটন দাস। বলটি পান্তের গায়ে না লাগলেও তা খুব কাছ দিয়ে যায়। বিষয়টি সহজভাবে নেননি পান্ত। স্টাম্প-মাইকে লিটনকে উদ্দেশ করে পান্তকে বলতে শোনা যায়, মেরে কো কিয়ুন মার রহে হো (কেন আমাকে মারছ?)’।
এসময় লিটন দাসকেও দেখা যায় পান্তের খুব কাছে চলে আসতে। জবাবও দিয়েছেন তিনি। তবে তার সেই উত্তর অবশ্য অস্পষ্ট। এ সময় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। খানিক পরই অবশ্য লিটন ফিরে গিয়েছেন তার উইকেটকিপিং পজিশনে। ফলে ব্যাপারটি আর বেশি দূর গড়ায়নি।
ইনিংসের মাঝপথে মেজাজ হারানো পান্ত এদিন ব্যাট হাতেও ছিলেন বেশ আগ্রাসী। লাঞ্চের পর হাসান মাহমুদের চতুর্থ শিকার হওয়ার আগে ৫২ বলে ৬ চারে ৩৯ রান করেছেন তিনি।