Logo
Logo
×

খেলা

ভারতের বিপক্ষে চাপে থাকাটাই আমাদের জন্য সুবিধাজনক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম

ভারতের বিপক্ষে চাপে থাকাটাই আমাদের জন্য সুবিধাজনক

বাংলাদেশ দল

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার চেন্নাইয়ে ভারতের বিপক্ষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ঘরের মাঠে প্রতিটি দলই শক্তিশালী। তার চেয়েও বড় কথা ভারত হলো এই সময়ের বিশ্বের অন্যতম সেরা তিন দলের একটি। তাদের মাঠে প্রতিপক্ষে জন্য সেরাটা উজর করে দেওয়া চ্যালেঞ্জিং।

টেস্ট সিরিজ শুরুর আগে মঙ্গলবার অনুশীলনে শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, ‘এই চাপকে সুবিধা হিসেবে দেখছি। আমার মনে হয় এটা আমাদের অনেক বেশি উদ্বুদ্ধ করে এবং আরও বেশি সামনে তাকানোর সুযোগ করে দেয়। তখন আমরা নিজেদের শক্তি ও সীমাবদ্ধতা ও অবস্থান সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি।’

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম