Logo
Logo
×

খেলা

অজিদের থামিয়ে ইংলিশদের সমতায় ফেরালেন লিভিংস্টোন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ এএম

অজিদের থামিয়ে ইংলিশদের সমতায় ফেরালেন লিভিংস্টোন

ইংল্যান্ড

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। সেই ম্যাচেও ইংল্যান্ডের সেরা খেলোয়াড় ছিলেন লিয়াম লিভিংস্টোন। ব্যাটে-বলে পারফর্ম করলেও বাকিদের ব্যর্থতায় দলকে জেতাতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে এসে তা পেরেছেন। ফিল স্বল্ট ও জ্যাকব বেথেলের থেকে সাহায্য নিয়ে দলকে জিতিয়েছেন লিভিংস্টোন। ইংল্যান্ডকে সিরিজে ফিরিয়ে লিভিংস্টোন নিজে হয়েছেন ম্যাচসেরা।

কার্ডিফে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ ওভারে স্কোরবোর্ডে ১৯৩ রানের পুঁজি দাঁড় করায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান আসে জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন যশ ইঙ্গলিস।

লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ রানে দুই উইকেট হারালেও দলকে পথ হারাতে দেননি লিভিংস্টোন। পথে ফিল স্বল্ট ৩৯ রান ও বেথেল ৪৪ রানে ফিরলেও দলকে লম্বা সময় সার্ভিস দিয়েছেন লিভিংস্টোন। তার কারণেই পথ হারায়নি ইংল্যান্ড। লিভিংস্টোন যখন ৪৭ বলে ৮৭ রান করে সাজঘরের পথ ধরছেন তখন; জয় থেকে মাত্র ১ রান দূরে ইংল্যান্ড। ১ ওভার হাতে রেখে ৩ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। তাতে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।

সিরিজের শেষ ম্যাচ মাঠে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যানচেস্টারে। যেই ম্যাচে নির্ধারিত হবে কার হাতে উঠছে সিরিজ জয়ের ট্রফি। এরপর ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম