Logo
Logo
×

খেলা

ভারতে এই কারণে হারতে পারে বাংলাদেশ!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম

ভারতে এই কারণে হারতে পারে বাংলাদেশ!

বাংলাদেশ ভারত টেস্ট

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্কে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ধারে-ভারে ভারত টাইগারদের চেয়ে অনেক এগিয়ে।

তবে টাইগারদের সাম্প্রতিক নান্দনিক পারফরম্যান্সে চিন্তায় আছে টিম ইন্ডিয়া। যে কারণে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগারদের হালকাভাবে নিচ্ছে না তারা।

আসন্ন এই সিরিজের আগে বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার লিটন কুমার দাস বলেছেন, ভারত বড় দল। সেখানে এসজি বলে খেলতে হবে। আমরা এমন বলে খুব কমই খেলে থাকি। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেবে। 

তিনি আরও বলেন, এসজি বল খেলা বেশ কঠিন। তবুও আমরা অনুশীলন করছি। প্রস্তুতি হিসেবে আমরা দলের মূল বোলারদের বিপক্ষে প্র্যাকটিস করছি। দেখা যাক কী হয়।  

এসজি বল আসলে হাতে সেলাই করা বল। বোলারদের সহায়ক হয় এই বল। অন্যদিকে, কোকাবুরা আবার মেশিনের দ্বারা সেলাই করা হয়। কিছুক্ষণ খেলার পরেই সিম বলের সমতলের সঙ্গে মিশে যায়। এতে ব্যাটসম্যানরা সুবিধা পায়।

লিটন আরও বলেছেন, ঘরের মাঠে ভারত সবসময় প্রতিপক্ষের থেকে এগিয়ে থাকে। আমি বলব না এটা ভীষণ চ্যালেঞ্জের হবে অথবা খুব সহজ হবে। এই কন্ডিশনে ওরা দারুণ টিম। আইসিসি ক্রমতালিকা দেখলেই বোঝা যাবে ওরা কতটা উপরে। আমার মনে হয় গোটা সিরিজই আমাদের কাছে চ্যালেঞ্জিং হবে।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম