Logo
Logo
×

খেলা

বাংলাদেশকে হালকাভাবে নিলেই ভুগবে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

বাংলাদেশকে হালকাভাবে নিলেই ভুগবে ভারত

বাংলাদেশ-ভারত

বাংলাদেশ দলের সাম্প্রতিক নান্দনিক পারফরম্যান্সে দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় ক্রিকেট দল। এখনো পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে টেস্টে হারেনি ভারত। তারপরও টাইগারদের হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া।

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্কে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ধারে-ভারে ভারত টাইগারদের চেয়ে অনেক এগিয়ে।

কিন্তু বাংলাদেশ দল সম্প্রতি পাকিস্তানে গিয়ে বাবর আজমদের টেস্ট সিরিজে (২-০) হোয়াইটওয়াশ করেছে। এ কারণে টাইগারদের হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া। পাকিস্তান সফরে বাংলাদেশ দলের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং ছিল দেখার মতো। তিন বিভাগেই সেরা খেলা উপহার দিয়ে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে।

ভারত-বাংলাদেশের মধ্যে সবশেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০২২ সালের শেষদিকে। সেই সিরিজে ভারত ২-০ ব্যবধানে জিতলেও দ্বিতীয় টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

এবারের বাংলাদেশ দল স্পিনের পাশাপাশি পেস বোলিংয়েও শক্তিশালী। ফলে আসন্ন সিরিজে টাইগারদের যথেষ্ট সমীহ করছে ভারত।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম