Logo
Logo
×

খেলা

যুক্তরাষ্ট্রের মাটিতে ইতালিয়ান তরুণের ইতিহাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৫ এএম

যুক্তরাষ্ট্রের মাটিতে ইতালিয়ান তরুণের ইতিহাস

ইয়ানিক সিনার

ইউএস ওপেনের ১৪৩ বছরের ইতিহাসে যেই কীর্তি গড়ে দেখাতে পারেনি কোনো ইতালিয়ান; তাই করে দেখালেন ২৩ বছরের ইয়ানিক সিনার। যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো ইতালির হয়ে ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন তিনি। নাম লেখালেন ইতিহাসের পাতায়।

ফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজেকে ৬-৩, ৬-৪ ও ৭-৫ গেমে হারিয়েছেন এই তরুণ। যা চলতি বছর তার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতে শুরু হয়েছিল সিনারের। ১৯৭৭ সালে আর্জেন্টাইন টেনিস তারকা গিলের্মো ভিলাসের পর প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে নিজের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জিতলেন এই ইতালিয়ান।

ইতালির হয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে ইতিহাস গড়ে আবেগাপ্লুত সিনার। এমন সাফল্য তিনি উৎসর্গ করেছেন তার অসুস্থ এক আত্মীয়কে, ‘আমার আন্টির শরীর ভালো নেই। আমি জানি না, তিনি কত দিন বাঁচবেন। আমার জীবনে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার যদি একটিই চাওয়া থাকে, সেটি হচ্ছে তার সুস্থ হয়ে ওঠা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি সম্ভব নয়।’

২১ বছর পর প্রথম আমেরিকান হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় ব্যথিত ফ্রিটজ। বলেন, ‘আমি জানি, আমাদের দেশের মানুষ অনেক দিন ধরে একজন চ্যাম্পিয়নের অপেক্ষা করছে। আমি দুঃখিত যে এ বেলায় আমি সেটা পারলাম না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম