Logo
Logo
×

খেলা

পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের কৃতিত্ব যাদের দিলেন শান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম

পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের কৃতিত্ব যাদের দিলেন শান্ত

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের নজির গড়ল টাইগাররা।

বিশেষ করে বিদেশের মাটিতে বড় দলের বিপক্ষে এটা বাংলাদেশের অনন্য নজির। টেস্ট ফর‌ম্যাটে শীর্ষসারির দল পাকিস্তানকে তাদের মাঠে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। এমন স্মরণীয় জয়ের পর পুরো দলকে কৃতিত্ব দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

মঙ্গলবার ম্যাচ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘এমন মুহূর্ত আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দলের সবাই যেভাবে খেলেছে তা দুর্দান্ত। শুরুতে জাকিরের আগ্রাসন ম্যাচের মোমেন্টাম আমাদের দিকে নিয়ে আসে। সাদমানও দারুণ ছিল। আমাদের মিডল অর্ডার নিজেদের অভিজ্ঞতার প্রমাণ দিয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ দিক। মাঠের বাইরে সবার কঠোর পরিশ্রম ছিল চোখে পড়ার মতো। কোচের সঙ্গে আলাপ, পরিকল্পনা সাজানো, খেলোয়াড়দের উদ্দীপনা—সবকিছুই জিততে সাহায্য করেছে। সামনে ভারতের বিপক্ষে সিরিজ। আশাকরি, আগামী দিনেও জয়ের এই সংস্কৃতি গড়ে উঠবে আমাদের মধ্যে।’

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ১০ উইকেটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট পতনের পরও লিটন-মিরাজের ব্যাটিং নৈপুণ্যে ২৬২ রান করে বাংলাদেশ। এরপর পেস বোলারদের নান্দনিক পারফরম্যান্স আর ব্যাটসম্যানদের দায়িত্বশীলতায় বাংলাদেশ জয় পায় ৬ উইকেটে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম