পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের মাটিতে হাসানের অনন্য কীর্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম
পাকিস্তানের এক ব্যাটারকে আউট করে হাসান মাহমুদের উল্লাস। ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট রেকর্ড সুখকর ছিল না। চলতি সিরিজ শুরুর আগে ১৩ টেস্টে ছিল না কোনো জয়, ১২ হারের সঙ্গে এক ড্র শুধু কষ্টের মাত্রা বাড়িয়েছে। তবে এবার সে দুঃখ ভোলার রসদ পেয়েছে বাংলাদেশ। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয় এসেছে, দ্বিতীয় টেস্টেও দাপট দেখিয়ে এখন সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ দল।
দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সে ব্যক্তিগত নৈপুণ্যে আলো ছড়াচ্ছেন ক্রিকেটাররা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে যেমন মেহেদী হাসান মিরাজের স্পিনে কাবু হয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে সে কাজটা করেছেন হাসান মাহমুদ। আগুনে বোলিংয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট।
সাকিবের ‘ভয়ে’ হন্তদন্ত হয়ে মাঠে প্রবেশ করলেন আবরার!
পাকিস্তানের মাটিতে বাংলাদেশের কোনো পেসারের এটাই প্রথম ফাইফার। হাসান মাহমুদের বলে যে ৫ পাকিস্তানি ব্যাটার উইকেট দিয়ে এসেছেন, তাদের প্রতিজনই ক্যাচ দিয়েছেন স্টাম্পের পেছনে। ৩টি ছিল কট-বিহাইন্ড, অর্থ্যাৎ উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। বাকি দুটি ছিল প্রথম স্লিপে ক্যাচ।
দুর্ভাগ্য নাহিদ রানার। ৫ উইকেট পেতে পারতেন তিনিও। কিন্তু তাসকিন আহমেদ একটি উইকেটে ভাগ বসানোয় নাহিদ রানা নিতে পেরেছেন ৪ উইকেট।