নারী ক্রিকেটে নতুন নজির গড়লেন ইংল্যান্ডের শার্লি ডিন। ওয়ানডে ক্রিকেটে মাত্র ২৬ ইনিংসে দ্রুততম ক্রিকেটার হিসাবে ৫০টি উইকেট শিকার করেছেন তিনি।
এই নজির গড়ার পথে শার্লি ডিন ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিনার লিন ফুলস্টোনের নজির। তিনি ২৭টি ইনিংসে অর্ধশত উইকেট শিকার করেছিলেন।
নিউজিল্যান্ডের ব্রুক হ্যালিডেকে আউট করার মধ্য দিয়ে নতুন নজির গড়েন ইংলিশ তারকা শার্লি ডিন। এরপর সুজি বেটস এবং লিয়া তাহুহুকেও আউট করেন তিনি। ৯ ওভার বল করে ৫৭ রানে ৩ উইকেট নিয়েছেন ডিন। নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় ২০৭ রানে।
শুধু তাই নয়, ব্যাট হাতেও ভালো খেলেছেন শার্লি। তিনি ৭০ বলে অপরাজিত ৪২ রান করেন। নিউজিল্যান্ডকে চার উইকেটে হারায় ইংল্যান্ড। এক সময় ইংল্যান্ডের ৭৯ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে সপ্তম উইকেটে শার্লি এবং অ্যামি জোন্স ১৩০ রান যোগ করেন। সেই জুটিই ম্যাচ জিতিয়ে দেয়।
দ্রুততম ৫০ উইকেটের তালিকায় একমাত্র ভারতীয় হলেন রাজেশ্বরী গায়কোয়াড়। তিনি ২৮টি ইনিংসে ৫০টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের পুরুষ এবং মহিলাদের ক্রিকেট মিলিয়ে দ্রুততম ৫০ উইকেটের নজিরও গড়েছেন শার্লি।